প্যারিস, 27 অগাস্ট : এবার কোরোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবা ৷ ফলে নেশন লিগে ফ্রান্স জাতীয় দল থেকে বাদ দেওয়া হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারকে ৷ ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশঁ তাঁর কোরোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন ৷
27 বছরের মিডফিল্ডার নেশন লিগের জন্য ফ্রান্সের জাতীয় দলে নির্বাচিত হয়েছিলেন ৷ সেপ্টেম্বরের 3 তারিখ থেকে শুরু হতে চলেছে নেশন লিগ 2020 ৷ 6 তারিখ মাঠে নামছে ফ্রান্স ৷ প্রতিপক্ষ সুইডেন ৷ 9 তারিখ বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে গ্রিজম্যান, এমবাপেরা ৷ কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে এই দু'টি ম্যাচে পোগবাকে পাবে না বিশ্ব চ্যাম্পিয়নরা ৷