পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলের ভুলেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া, বলছেন প্রীতম কোটাল

প্লে অফে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড । টানা অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে খালিদের দল রয় কৃষ্ণদের বিরুদ্ধে নামবে ।

pritam
pritam

By

Published : Mar 1, 2021, 3:51 PM IST

Updated : Mar 1, 2021, 7:06 PM IST

কলকাতা, 1 মার্চ : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে ভুলের খেসারত দিতে হয়েছে এটিকে মোহনবাগানকে ৷ এমনটাই বলছেন এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল । গতকাল মুম্বইয়ের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে এটিকে মোহনবাগানের ৷ ইতিহাস গড়ার সুযোগ থাকলেও খুব কাছ থেকে ফিরে যাওয়ার আক্ষেপ সবুজ মেরুন অধিনায়কের গলায় ফুটে উঠেছে ৷

প্রীতম বলেছেন, "আমরা ওদের দুটো গোল উপহার দিয়েছি । ভুলটা আমাদের । এজন্য নিজেদের দোষ দেব । আমরা চেষ্টা করেছিলাম । একশো শতাংশ দিয়েও জিততে পারিনি । এখন সামনে সেমিফাইনাল । সেখানে জিতে ট্রফি তোলাই লক্ষ্য আমাদের ৷" মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর শপথ প্রীতমের গলায় । বলছেন, আগামী বছর এই সুযোগ হাতছাড়া করা যাবে না । ড্র করলেই লক্ষ্য পূরণ হত । এই অবস্থা থেকে জোড়া গোলের ধাক্কায় ইতিহাস না গড়তে পারার ব্যর্থতা তো রয়েছেই ৷ এরইসঙ্গে হাতছাড়া হয়েছে পয়েন্ট টেবিলের একনম্বর জায়গা ।

আরও পড়ুন : ইতিহাস গড়তে ব্যর্থ এটিকে মোহনবাগান, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি

প্লে অফে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড । টানা অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে খালিদের দল রয় কৃষ্ণদের বিরুদ্ধে নামবে । 6 মার্চ দুই দলের লড়াইয়ের আগে হাবাসের দলের চিন্তা রক্ষণভাগের পারফরম্যান্স । গত দুটো ম্যাচে তিরি এবং সন্দেশ ঝিঙ্গানকে পুরো সময় মাঠে রাখা যায়নি । চোট সন্দেশ ঝিঙ্গানের ভালো পারফরম্যান্সের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল । সেই চোটের গভীরতা কতটা সেটাও বড় মাথা ব্যাথা । কিন্তু তিরির পারফরম্যান্স গ্রাফ হঠাৎ করে নিম্নমুখী । তাই এই সমস্যা সবুজ মেরুন শিবিরের বড় চিন্তা । পাশাপাশি মার্সেলিনহোর ধারাবাহিকতার অভাব দলের আক্রমণভাগের তীক্ষ্ণতায় থাবা বসাচ্ছে । হাতে এক সপ্তাহের কম সময় । প্রীতম কোটাল বলছেন, "যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো ।"

আইএসএলের সেমিফাইনালের ম্যাচ

প্রথম সেমিফাইনাল (5 মার্চ) : গোয়া বনাম মুম্বই সিটি এফসি

দ্বিতীয় লেগের ম্যাচ : 8 মার্চ

দ্বিতীয় সেমিফাইনাল (6 মার্চ ) : নর্থইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগান

দ্বিতীয় লেগের ম্যাচ 9 মার্চ

ফাইনাল ম্যাচ 13 মার্চ

প্রতিটি ম্যাচই সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে

Last Updated : Mar 1, 2021, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details