পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানে নয়া বিদেশি ত্রিনিদাদ টোবাগোর সাইরাস

দলের পাঁচ নম্বর বিদেশি হিসেবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসকে সই করাল মোহনবাগান । জাতীয় দলের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করা ফুটবলারটি অ্যামেরিকা যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হন্ডুরাস, সৌদি আরবের ক্লাবে খেলেছেন । 2008 সালে স্টোকলেভালের যুব দলের হয়ে ক্লাব ফুটবলে অভিষেক হয় ।

ফাইল ফোটো

By

Published : Aug 11, 2019, 5:33 AM IST

কলকাতা, 11 অগাস্ট : দলের পাঁচ নম্বর বিদেশি হিসেবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসকে সই করাল মোহনবাগান । ছয় ফুট সাড়ে তিন ইঞ্চির 28 বছর বয়সি ডিফেন্ডারটি রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন । জাতীয় দলের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করা ফুটবলারটি অ্যামেরিকা যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হন্ডুরাস, সৌদি আরবের ক্লাবে খেলেছেন । ড্যানিয়েল সাইরাস 2010 সালে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন । 2008 সালে স্টোকলেভালের যুব দলের হয়ে ক্লাব ফুটবলে অভিষেক হয় । তবে দেশের জার্সিতে তিনি বেশি সফল । এখনও পর্যন্ত 83টি ম্যাচ দেশের হয়ে খেলেছেন । কনকাকাফ গোল্ড কাপে খেলা ছাড়াও ক্যারিবিয়ান কাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন । গায়ানার বিরুদ্ধে দেশের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন তিনি ।
ক্লাব ফুটবলে AFC চ্যাম্পিয়নস লিগ ও কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে খেলেছেন সাইরাস ।

মোহনবাগানের জার্সিতে সাইরাস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আসা প্রথম ফুটবলার নন । এর আগে বিশ্বকাপার কর্নেল গ্লেন 2015-16 মরশুমে সবুজ মেরুন জার্সিতে খেলে গেছেন । ওই মরশুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details