কল্যাণী, 9 জানুয়ারি : ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে 75টি ম্যাচ খেলেছেন । তাঁর লম্বা পায়ের পায়ের জোরালো ট্যাকেলের সামনে আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ স্ট্রাইকাররা শান্ত । তা সত্ত্বেও বলতে হয় ড্যানিয়াল সাইরাসের খেলায় ডিফেন্ডার সুলভ খেলার লক্ষণ নেই । কিন্তু সেই সাইরাসই আজ মোহনবাগানের হিরো ৷ তাঁর গোলেই অ্যারোজ়কে হারিয়ে আই লিগের শীর্ষে মোহনবাগান ৷
ক্লাব ফুটবলে মোহনবাগানের জার্সিতে খেলছেন সাইরাস । কিন্তু এখনও পর্যন্ত কোচ কিবুকে নির্ভরতা দিতে পারেননি ৷ অথচ ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে তিনিই নায়ক । ম্যাচের 18 মিনিটে নওরেমের পায়ে লেগে আলগা বল বক্সের বাইরে মাটিতে পড়ার আগে বাঁ পায়ের ভলিতে জালে পাঠান সাইরাস । দর্শনীয় এই গোলটি চলতি আই লিগের অন্যতম সেরা বললেও ভুল বলা হবে না । সাইরাসের একমাত্র গোল মোহনবাগানকে টানা জয় এনে দিল । ছয় ম্যাচে 13 পয়েন্ট নিয়ে ফের এক নম্বরে সবুজ মেরুন । কিবু ভিকুনার বাগানের পরবর্তী ম্যাচ 14 জানুয়ারি । প্রতিপক্ষ পাঞ্জাব FC।