পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

TC স্পোর্টের বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে - ফুটবল

মোহনবাগানের গ্রুপের অবস্থা যা তাতে বুধবারের ম্যাচে বেইতিয়াদের শুধু জিতলেই হবে না গোল পার্থক্য বাড়িয়ে রাখতে হবে । চট্টগ্রাম আবাহনী ও ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট প্রথম ম্যাচে জয় পাওয়ায় মোহনবাগানের কাজটা কঠিন ।

mohunbagan

By

Published : Oct 22, 2019, 10:30 PM IST

চট্টগ্রাম, 22 অক্টোবর : প্রথম ম্যাচে সুযোগ নষ্টের খেসারত মোহনবাগানের উপর বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে । বুধবার শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ টিসি স্পোর্টস । গতবছর চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশের এই ক্লাব নতুন মরশুমে মোটেই ভালো অবস্থায় নেই । তবে ধারে ভারে পিছিয়ে থাকলেও মোহনবাগানের বিরুদ্ধে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া । প্রতিপক্ষের এই মরিয়া মনোভাবই সবুজ মেরুন কোচ কিবু ভিকুনার প্রধান চিন্তার কারণ ।

প্রথম ম্যাচে ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয়েছে । সহজ সুযোগ নষ্ট এবং দলের সেরা বিদেশি বেইতিয়ার পেনাল্টিতে ব্যর্থতাই হারের মূল কারণ তা মেনে নিয়েছেন বাগান কোচ । ইতিমধ্যেই ইয়ং এলিফ্যান্ট ম্যাচের ভিডিয়ো দেখিয়ে দলের ভুল ত্রুটি তুলে ধরেছেন কিবু ভিকুনা ৷ শুধু সুযোগ নষ্ট নয় প্রতিপক্ষের প্রতি আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ চিন্তায় রেখেছে বাগান কোচকে ৷ অধিনায়ক গুরজিন্দার সিং বলেছেন, " বাকি দুটো ম্যাচ জিতলে তাদেরও পরের পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে । "

মোহনবাগানের গ্রুপের অবস্থা যা তাতে বুধবারের ম্যাচে বেইতিয়াদের শুধু জিতলেই হবে না গোল পার্থক্য বাড়িয়ে রাখতে হবে । চট্টগ্রাম আবাহনী ও ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট প্রথম ম্যাচে জয় পাওয়ায় মোহনবাগানের কাজটা কঠিন । তাই বুধবার টিসি স্পোর্টসের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলের কথা বলেছেন কিবু ভিকুনা । কোচের পরিকল্পনা ফুটবলাররা কতটা বাস্তবায়ন করতে পারবে সেটা বোঝা যাবে ম্যাচে ৷

ABOUT THE AUTHOR

...view details