কলকাতা, 13 মে: ডার্বিতে তার দুরন্ত পারফরম্যান্স জন্ম দিয়েছিল নতুন আশার । বাঙালি গোলরক্ষকদের যোগ্য উত্তরাধিকার মিলেছে বলে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন প্রাক্তনরা । লাস্ট লাইন অব ডিফেন্সের নবতম সংজ্ঞা হয়েও উজ্জ্বল তারকা হয়ে ওঠার বদলে ধুমকেতুতে পরিণত হয়েছেন দেবজিৎ মজুমদার । সমর্থকদের দেওয়া "সেভজিৎ" তকমাও এখন প্রশ্নের মুখে । হারিয়ে ফেলতে বসা সেই মুকুট উদ্ধারে নতুনভাবে তৈরি হচ্ছেন দেবজিৎ । লকডাউনে ঘরবন্দী থাকলেও নতুন মরশুমে নিজের মতো করে তৈরি করছেন প্রস্তুতির রূপরেখা ।
মোহনবাগান থেকে ATK হয়ে ফের সবুজ মেরুনে প্রত্যাবর্তন । সেখানেও সময়টা ভালো যায়নি বাঙালি গোলরক্ষকের । নিজের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ করে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করতে চাইছেন দেবজিৎ । মাঠে নামতে না পারার আক্ষেপ রয়েছে । কারণ বল নিয়ে অনুশীলনের আলাদা প্রভাব রয়েছে । লকডাউনে প্রতিটি খেলোয়াড়ই এই সমস্যার সম্মুখীন হয়েছেন । তবে দোষারোপ না করে এই কোরোনা পরিস্থিতিতে নিয়ম মেনে চলার পক্ষে দেবজিৎ । তাঁর কথায়, "এমন একটা ভাইরাস যার গতিপ্রকৃতি সম্বন্ধে জানা নেই । সোশাল ডিসট্যান্সিং একমাত্র উপায় । সবার আগে জীবন । জীবন বাঁচলে তারপর সবকিছু । তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে ।" ঘরবন্দী অবস্থায় ফিটনেস বজায় রাখাটাই বড় চ্যালেঞ্জ । তবে পেশাদার ফুটবলার হিসেবে ফিটনেস ধরে রাখাটা প্রয়োজন । "এখন তো ঘরের বাইরে যাওয়ার সুযোগ নেই । তাই ঘরে থেকে ফিটনেস ট্রেনিং করছি । একজন পেশাদার ফুটবলার হিসেবে নিজের ফিটনেস রক্ষার তাগিদটা নিজেরই । তাই শিডিউলটা নিজেই নিজের মত করে তৈরি করেছি," বলছিলেন দেবজিৎ মজুমদার ।