লুধিয়ানা, 14 জানুয়ারি : মেজাজ হারালেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । মোহনবাগান কোচ এর আগে কখনও ভারতীয় ক্লাব ফুটবলের আবহাওয়া ও পরিবেশ নিয়ে মুখ খোলেননি । সোমবার লুধিয়ানায় পঞ্জাব FC-র বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে কিবু ভিকুনা বললেন এই আবহাওয়ায় ভালো ফুটবল খেলা সম্ভব নয় । ওয়াটারপোলো খেলা যেতে পারে ।
ভালো ফুটবল নয়,ওয়াটার পোলো খেলা হতে পারে: কিবু ভিকুনা
আবহওয়ার জেরে খারাপ অবস্থা গুরু নানক স্টেডিয়ামের । তাই মাঠ নিয়ে অসন্তুষ্ট বাগান কোচ কিবু ভিকুনা । তবে খেলার জন্য তাঁর দল তৈরি বলেই জানালেন তিনি ।
লুধিয়ানার ঠাণ্ডা ও মাঠের চরিত্র নিয়ে কলকাতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাগান কোচ । লুধিয়ানায় পৌঁছে খারাপ মাঠের পাশাপাশি প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছেন মোহনবাগান ফুটবলাররা । ফুটবলাররা গুরু নানক স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । গতকাল সকালে হাড়কাঁপানো ঠাণ্ডার পাশাপাশি বৃষ্টির মধ্যে অনুশীলন করতে হয় বেইতিয়া, ফ্রান গঞ্জ়ালেসদের ।
এরপরেই সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা বলেন,"ভালো ফুটবলের জন্যে এই মাঠ অনুপযুক্ত । যদি বল না গড়ায় তাহলে ফুটবল খেলা হবে কী করে?এই পরিস্থিতিতে কোনও দলই ফুটবল খেলতে পারে না । আমরা এখানে ওয়াটারপোলো খেলতে আসিনি । মাঠ প্রচণ্ড ভেজা,কাদা ভরা ।" প্র্যাকটিস গ্রাউন্ড ভালো অবস্থায় থাকলেও মূল মাঠের কী অবস্থা তা অবশ্য জানেন না কিবু । তবে বাইরে থেকে মাঠ দেখে এমনটাই মনে হয়েছে বাগান কোচের । তবে বৃষ্টি নিয়ে আশাবাদী কিবু । বলছেন, "আশা করছি আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হবে।"
তবে পঞ্জাবের ঠাণ্ডা নিয়ে চিন্তিত নন তিনি । কারণ মোহনবাগান কাশ্মীরের ঠাণ্ডায় খেলে এসেছে । প্রতিপক্ষ পঞ্জাব FC যথেষ্ট শক্তিশালী । শেষ দুটো ম্যাচে তাদের ভালো পারফরম্যান্স কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছে । তাই কঠিন পরিস্থিতিতে ইয়ান লয়ের দলকে পিছনে ফেলার জন্যে তৈরি মোহনবাগান ।