পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দেশের প্রথম ক্লাব হিসেবে প্যানডেমিক পরিস্থিতিতে অনুশীলন শুরু মহমেডানের

ইয়ান ল এর প্রশিক্ষণে মহমেডান এবার আই লিগ দ্বিতীয় ডিভিশন খেলবে । প্রথম দিন মাঠে ফেরার উচ্ছ্বাস ফুটবলারদের মধ্যেও ছিল । আই লিগের দ্বিতীয় ডিভিশন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে । পাঁচ দলের লিগ হবে পনেরো দিনের ।

মহমেডান স্পোর্টিং
মহমেডান স্পোর্টিং

By

Published : Aug 24, 2020, 11:03 PM IST

কলকাতা, 24 অগাস্ট : ময়দানে বল গড়ানো অবশেষে শুরু হল । সোমবার সন্ধ্যা ছটায় নিজেদের মাঠে নৈশালোকে অনুশীলন শুরু করল মহমেডান স্পোর্টিং । দেশের প্রথম ক্লাব হিসেবে কোরোনা পরিস্থিতির মধ্যে অনুশীলন শুরু সাদা কালো ব্রিগেডের ৷

ইয়ান ল এর প্রশিক্ষণে মহমেডান এবার আই লিগ দ্বিতীয় ডিভিশন খেলবে । প্রথম দিন মাঠে ফেরার উচ্ছ্বাস ফুটবলারদের মধ্যেও ছিল । আই লিগের দ্বিতীয় ডিভিশন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে । পাঁচ দলের লিগ হবে পনেরো দিনের । সেই লিগের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । সোমবার নিজেদের মাঠে অনুশীলন শুরু করার পরে মঙ্গলবার থেকে আবাসিক শিবির কল্যাণী স্টেডিয়ামে করবে সাদাকালো শিবির ।

দলের সব ফুটবলাররা শহরে আগেই চলে এসেছিলেন । রবিবার সকালে দলের নেপালি ফুটবলার অভিষেক রিজাল কলকাতায় চলে এসেছিলেন । প্রসঙ্গত রবিবার সকালে মহমেডান ক্লাব তাদের ফুটবলারদের কোরোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল ৷

কোচ ইয়ান ল থেকে স্ট্রাইকার উইলিস প্লাজা সকলেই উপস্থিত ছিলেন । প্রথম অনুশীলনে প্রত্যেকেই ছিলেন চনমনে । আই লিগে বল গড়ানো সফল করতে কোনও ত্রুটি রাখতে নারাজ ফেডারেশন । প্র্যাকটিসে নামার আগে এই মরশুমের জন্য 35সদস্যের দল ঘোষণা করে মহমেডান । প্যানডেমিক পরিবেশের মধ্যে দেশের প্রথম দল হিসেবে মাঠে নামল তারা ।

অনুশীলন শুরু মহমেডান স্পোর্টিংয়ের

কর্তারা বলেছেন ফেডারেশনের পাঠানো যাবতীয় নির্দেশ তাঁরা মানবেন । আই লিগ প্রথম ডিভিশনে জায়গা করে নেওয়াই লক্ষ্য মহমেডানের । শুধু তাই নয় কল্যাণীতে আবাসিক শিবিরেও ফুটবলারদের নির্দেশিকার ঘেরাটোপে রাখার ব্যবস্থা করা হবে । প্রথম দিনের অনুশীলনে সমর্থকদের উপস্থিতি থাকলেও তা স্বাভাবিক সময়ের তুলনায় নগন্য । তারা ফুটবলারদের নিয়ে মাতামাতি করলেও তা বাধনছাড়া হয়নি ।

ইতিমধ্যে নির্দেশিকা ক্লাবগুলোকে পাঠানো হয়েছে । প্রস্তুতি শুরু করার অনুমতি দিলেও তা নিয়ে মাতামাতি না করার নির্দেশ মহমেডান স্পোর্টিং এবং ভবানীপুর ক্লাবকে বলেছে রাজ্যের ক্রীড়ামন্ত্রক । তাই দুই ক্লাবই সচেতনতার ঘেরাটোপে প্রস্তুতি চালাচ্ছে । ভবানীপুর সোদপুরে ফিজিক্যাল ট্রেনিং করার পরে 1 সেপ্টেম্বর থেকে মোহনবাগান মাঠে বল নিয়ে অনুশীলন শুরু করবে ।

ABOUT THE AUTHOR

...view details