পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোচের তালিকায় লুই গার্সিয়ার নাম, ইস্টবেঙ্গলে ধোঁয়াশা অব্যাহত

তবে ক্লাব এবং বিনিয়োগ কর্তাদের তরফে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। শনিবার সকাল থেকে লুইস গার্সিয়ার নাম শোনা যায়। ISL- র প্রথম মরশুমে এটিকের জার্সিতে দাপিয়ে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলারটি ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে থাকার ব্যক্তিদের তালিকায় নতুন সংযোজন।

East Bengal
East Bengal

By

Published : Oct 3, 2020, 11:49 PM IST

কলকাতা, 3 অক্টোবর : ইস্টবেঙ্গলের কোচের পদে কে বসতে চলেছেন তা নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। প্রতিদিন একজন করে কোচের নাম ভেসে উঠছে। আর তা নিয়ে চলছে সদস্য সমর্থকদের মধ্যে নানা মতের আদানপ্রদান ।

তবে ক্লাব এবং বিনিয়োগ কর্তাদের তরফে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। শনিবার সকাল থেকে লুইস গার্সিয়ার নাম শোনা যায়। ISL- র প্রথম মরশুমে এটিকের জার্সিতে দাপিয়ে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলারটি ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে থাকার ব্যক্তিদের তালিকায় নতুন সংযোজন। মাঝের সময়ে তিনি কোচিং ডিগ্রি নিলেও ক্লাব কোচিং করাননি। সেদিক থেকে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিলে সেটা হবে তাঁর প্রথম ক্লাব।

এর আগে ইংল্যান্ডের রবি ফাউলার এবং বার্সেলোনার প্রাক্তন সহকারী কোচ ইউসেবিও স্যাক্রিস্টানের নাম শোনা গিয়েছে। রবি ফাউলার দৌড়ে অন্যদের তুলনায় অনেক এগিয়ে এবং লাল হলুদের দায়িত্ব নেওয়া সময়ের অপেক্ষা বলা হচ্ছে। ইংল্যান্ড এবং লিভারপুলের প্রাক্তন ফুটবলার শুধু দায়িত্ব নিচ্ছেন না তিনি তাঁর পছন্দ করা ফুটবলার নিয়ে আসছেন বলেও শোনা যাচ্ছে ।

ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসেবে রেনেডি সিং দায়িত্ব নিচ্ছেন । ইতিমধ্যে এগারো দলের ISL-এ অংশ নেওয়া ক্লাবগুলো গোয়াতে পা রাখতে শুরু করেছে। দশদিনের নিভৃতবাস কাটিয়ে তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় ইস্টবেঙ্গল এখনও অগোছালো। ক্লাবের এক্সট্রা অর্ডিনারি জেনেরাল মিটিংয়ে সদস্যদের অনাবশ্যক প্রশ্ন ফের অশান্তির ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি করেছে লাল হলুদে ৷

ABOUT THE AUTHOR

...view details