কলকাতা, 12 অগস্ট : কলকাতা ময়দানে ফিরছে ফুটবল ৷ বিশ্বের তৃতীয় প্রাচীনতম এবং এশিয়ার সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে কলকাতায় ৷ আর্মি পরিচালিত 130তম ডুরান্ড কাপ আয়োজন হতে চলেছে ভারতীয় ফুটবলের মক্কায় ৷ যা শুরু হবে 5 সেপ্টেম্বর ৷ চলবে 3 অক্টোবর পর্যন্ত ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গত বছর এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট বাতিল করা হয়েছিল ৷
2019 সালে দিল্লি থেকে সরে প্রথমবার ডুরান্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কলকাতায় ৷ অংশ নিয়েছিল আইলিগ ও আইএসএলে খেলা দলগুলি ৷ ছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল, গোকুলাম কেরালা এফসি ৷ ফাইনালে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে কাপ জিতেছিল গোকুলাম ৷ এবারও 16টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে ৷ ফিটনেস ও স্বাস্থ্য ভাল রাখতে ডুরান্ড কাপ শুরু করেছিল ব্রিটিশরা ৷ 1888 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছিল তৎকালীন ভারতের বিদেশ সচিব মর্টিমার ডুরান্ডের নামানুসারে ৷