কলকাতা, 25 ফেব্রুয়ারি : লক্ষ্মীবারের বিকেলে হঠাৎ করে মোহনবাগান ক্লাবে কিবু ভিকুনা । ঠিক একবছর আগে সবুজ মেরুন ডাগআউটে বসে আই লিগ জয়ের নীল নকশা তৈরি করেছিলেন তিনি । তারপর মাঝের একবছরে অতিমারির পরিবেশে ফুটবল শুরু হলেও স্প্যানিশ কোচ ব্যর্থতার অন্ধকারে । মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করে ফিরেই আইএসএল-র ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন । কিন্তু সেখানে সাফল্য নয় ব্যর্থতা সঙ্গী হয়েছে তাঁর । ফলে বিতাড়িত তিনি । দেশে ফিরে যাচ্ছেন । তার আগে কলকাতায় পা দিয়ে মোহনবাগান ক্লাবে ঘুরে গেলেন সস্ত্রীক।
মোহনবাগান ক্লাবে ঘুরে গেলেন সস্ত্রীক কিবু ভিকুনা
নিজের দেশে ফেরার আগে শেষবার মোহনবাগান ক্লাবে ঘুরে গেলেন কিবু ভিকুনা ৷ আইএসএলে কের ব্লাস্টার্সের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন ৷ কিন্তু, সেখানে ব্যর্থতাই হাতে লেগেছে তাঁর ৷ তাই কেরল ফ্র্যাঞ্চাইজি তাঁকে বিদায় জানিয়েছে ৷ এবার স্পেনে ফিরছেন কিবু ভিকুনা ৷
‘‘কবে আবার ভারতে আসব তা জানি না। তার আগে কলকাতা এবং মোহনবাগানের ক্লাব তাঁবু ঘুরে গেলাম । চ্যাম্পিয়ন হলেও আই লিগ ট্রফি দেখা হয়নি । ফলে আগ্রহ ছিল । সহকারী রঞ্জনের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে,’’ নস্টালজিক শোনায় কিবু ভিকুনার গলা। কথা ছিল আই লিগ জয়ী দলের সঙ্গে জয়ের উৎসব করবেন। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তা সম্ভব হয়নি। ভবিষ্যতে সম্ভব হবে কি না জানেন না । তবে সবুজ মেরুন তাঁর হৃদয়ে থাকবে বোঝালেন । চলতি আইএসএল নিয়ে কথা বলতে রাজি ছিলেন না। ব্যর্থতার তিক্ত স্বাদের কারণেই বোধহয় অনীহা । তবে, আইএসএল ফাইনালের দুই দল নিয়ে তাঁর আগাম ঘোষণা, ‘‘এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি খেলতে পারে । এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার ব্যাপারে হাবাসের ছেলেরা এগিয়ে। একটা পয়েন্ট দরকার। ওটা ঠিক হয়ে যাবে। আলাদা মোটিভেশন কাজ করবে ওই ম্যাচে।’’
আরও পড়ুন : নিশ্চিত হল না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, হায়দরাবাদের বিরুদ্ধে ড্র এটিকে মোহনবাগানের
নিজের আই লিগ জয়ী দলে একাধিক ভালো ফুটবলারের অবস্থান খুব ভালো । চলতি আইএসএলে সবুজ মেরুন জার্সিতে রয় কৃষ্ণকে দেখছেন। তাঁকে না পাওয়ার আক্ষেপ আছে কি না, এই প্রশ্নে কিবু ভিকুনা বলেন, ‘‘রয় কৃষ্ণ ভালো ফুটবলার। তবে, ওকে না পাওয়ার জন্য আফসোস নেই । কারণ আমার দলে পাপাবাবা দিওয়াড়া ছিল’’, গত মরশুমে তাঁকে অভিনন্দন জানাতে সবুজ মেরুন সমর্থকদের ঢল নেমেছিল । এবার কতিপয় সমর্থক এবং কর্তাদের উপস্থিতিতে মোহনবাগান ক্লাব ঘুরলেন। আই লিগ জয়ী দলের সদস্য বলতে কেবল সহকারী কোচ রঞ্জন চৌধুরি। সন্ধ্যার অন্ধকারে আই লিগ জয়ী কোচের গাড়ি পাড়ি দিল নতুন গন্তব্যের খোঁজে ।