তুরিন, 1জুলাই : পাওলো দিবালা,ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,ও ডগলাস কোস্তার তিনটি দর্শনীয় গোল ৷আর তাতেই ধরাশায়ী জেনোয়া ৷3-1ব্যবধানে ম্যাচ জিতে টেবিলের সবার উপরে মোরিসিও সারির ছেলেরা,দ্বিতীয় স্থানে থাকা লাজিওর থেকে4পয়েন্টের ব্যাবধান করে নিল ৷
ম্যাচেরপ্রথমার্ধেই রোনাল্ডোর গোলমুখী দুটি দুরন্ত শট আটকে দেন জেনোয়া গোলরক্ষক ৷ তা নাহলে প্রথমার্ধেই এগিয়ে যেত পারত জুভেন্তাস ৷ তেকাঠির নীচে প্রথমার্ধে প্রায় একারহাতেই দূর্গ আগলে গেলেন জেনোয়া গোলরক্ষক পেরিন ৷ ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণেখেলা জমে ওঠে ৷ কিন্তু গোল করতে ব্যর্থ হয় দুই দলই ৷ ম্যাচের প্রথম গোল50মিনিটে ৷ পাওলো দিবালার একক দক্ষতায় ৷
আরও পড়ুনঃ- মেসির700তম গোল,অ্যাটলেটিকোর বিরুদ্ধে ড্রয়ে ধাক্কা বার্সেলোনার
প্রথমার্ধগোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধ শুরুর5মিনিটের মধ্যেই পেরিনকে পরাস্ত করেগোলের লকগেট ভাঙেন আর্জেন্তাইন তারকা ৷ জুয়ান কোয়াদারদোর পাশ থেকে বল নিয়ে চার জনডিফেন্ডারকে ডজ করে অসাধারণ গোল করেন দিবালা ৷ দ্বিতীয় গোল পর্তুগিজ তারকার ৷প্রথম দুটি শট আটকে দিলেও বক্সের বাইরে থেকে রোনাল্ডোর গোলার মতো শটের গোলরক্ষকপেরিনের কাছে কোনও উত্তর ছিল না ৷ বুধবারই নিজের কেরিয়ারের700তম গোল করেছিলেন লিওনেল মেসি ৷ কিন্তুদলকে জেতাতে পারলেন না ৷ বার্সা2-2গোলে ড্র করল অ্যাটলেকিকো মাদ্রিদের সঙ্গে ৷ অন্যদিকেরোনাল্ডোকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে ৷ জেনোয়া গোলরক্ষক পেরিন রুখে নাদাঁড়ালে হ্যাটট্রিক করতে পারতেন5বারের ব্যলন ডি অর জয়ী ক্রিশ্চিয়ানোরোনাল্ডো ৷
তবে জুভেন্তাসের প্রথম দুটি গোলদর্শনীয় হলে,বক্সেরবাইরে থেকে করা ব্রাজিলিয়ন ফুটবলার ডগলাস কোস্তার করা গোল অবিস্মরণীয় ৷ মাত্র10মিনিট আগে পরিবর্ত হিসেবে মাঠেনেমেছিলেন ডগলাস ৷ স্বদেশীয় রবার্তো কার্লোসকে মনে করালেন তিনি ৷ কার্লোসের বাঁকখাওয়ানো ফ্রিকিক এখনও ভুলতে পারেননি ফুটবলপ্রেমীরা ৷ একটি টার্ন নিয়ে ডগলাসের বাঁকখাওয়ানো শট পেরিনের কাছে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনও উপায় ছিল না ৷ এমন অসাধারণ গোলকরে কিছুক্ষণের জন্য বোধহয় নিজেও স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ডগলাস ৷
76মিনিটেজেনোয়ার হয়ে গোল করে ব্যবধান কমান আন্দ্রেয়া পিনামোন্তি ৷ যদিও তা দলের পক্ষেযথেষ্ট ছিল না ৷ ঘরোয়া লিগ জেতার আরও কাছে পৌঁছে গেল জুভেন্তাস ৷ দ্বিতায় স্থানেথাকা লাজিওর থেকে4পয়েন্টবাড়িও নিল মোরিসিও সারির ছেলেরা ৷