পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আজ চেন্নাইন এফসির বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল

ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে প্রথমবার দুই দল মুখোমুখি হচ্ছে ৷ তবে আগের ম্যাচে জয় এগিয়ে রাখছে চেন্নাইকে ৷ এন্যদিকে আগের ম্যাচে ফের ড্র করেছে রবি ফাওলারের ছেলেরা ৷ এখান থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি জয় চেন্নাইকে প্রথম চারে নিয়ে যাবে ৷

চেন্নাইন এফসির বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল
চেন্নাইন এফসির বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল

By

Published : Dec 26, 2020, 6:55 PM IST

ভাস্কো, 26 ডিসেম্বর : এফসি গোয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি ৷ শনিবার সেই চেন্নাই নামছে এখনও ইন্ডিয়ান সুপার লিগে জয় না পাওয়া এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৷

ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে প্রথমবার দুই দল মুখোমুখি হচ্ছে ৷ তবে, আগের ম্যাচে জয় এগিয়ে রাখছে চেন্নাইকে ৷ অন্যদিকে আগের ম্যাচে ফের ড্র করেছে রবি ফাওলারের ছেলেরা ৷ এখান থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি জয় চেন্নাইকে প্রথম চারে নিয়ে যাবে ৷

অন্যদিকে 6 ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল ৷ এখনও পর্যন্ত মাত্র 3টি গোল করতে পেরেছে পিলকিংটনরা ৷ গোল খেয়েছেন 11টি ৷ যদিও ভাগ্যও তাঁদের সহায় ছিল না ৷ তবে শেষ দুই ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়েছেন ফাওলারের ছেলেরা ৷ তাই লাল-হলুদ ব্রিগেডের হেডস্যার আশাবাদী হতেই পারেন, ফুটবলাররা ভালো পারফর্ম করে জয় তুলে আনবেন ৷

আগের ম্যাচেই শেষ মুহূর্তের গোলে জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে তাঁদের ৷ কোচ ফাওলার বলছেন, ‘‘ আমরা এখানে যে শিক্ষাটা পেয়েছি সেটা ভালো ৷ তবে এটা আমাদের দুর্ভাগ্য ৷ আমরা শেষ মুহূর্তে গোল খাচ্ছি ৷ তবে ছেলেরা ভালো খেলেছে এবং আমরা অনেক সুযোগ তৈরি করেছি ৷ আমরা সহজেই ম্যাচটা জিততে পারতাম ৷’’

আরও পড়ুন :- রাহানের প্রশংসায় লক্ষ্মণ-ওয়ার্ন

চেন্নাইন এফসির তিন প্রাক্তন স্ট্রাইকার জেজে লালপেখলুয়া, সিকে বিনীথ ও বলবন্ত সিং বর্তমানে এসসি ইস্টবেঙ্গলে খেলছেন ৷ তাই তাঁরা এই ম্যাচে বাড়তি উদ্যোগ নিয়ে খেলতে চাইবেন ৷

চেন্নাই আশাবাদী তাঁদের অধিনায়ক রাফায়েল ক্রিভিলেরো এবং ভারতীয় জাতীয় দলের ফুটবলার অনিরুদ্ধ থাপা এসসি ইস্টবেঙ্গল ম্যাচেও তাঁদের ভালো খেলা ধরে রাখবেন ৷

ABOUT THE AUTHOR

...view details