পশ্চিমবঙ্গ

west bengal

নেপালকে গোলের মালা পরিয়ে SAFF জয় ভারতের

By

Published : Aug 31, 2019, 11:17 PM IST

5 টি ম্যাচে 28 গোল করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত ৷ গোটা চ্যাম্পিয়নশিপে একটাও গোল হজম করেনি বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা ৷ ফাইনালে ভাপকের বিরুদ্ধে নেপাল উড়ে গেল 7-0 গোলে৷ দুরন্ত হ্যাটট্রিক করে ফাইনালের নায়ক শ্রীদার্থ নংমেইকাপাম ৷

ভারত

কল্যাণী, 31 অগাস্ট : নেপালকে 7-0 গোলে উড়িয়ে অনূর্ধ্ব 15 SAFF চ্যাম্পিয়নশিপ জিতল ভারত ৷ দুরন্ত হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক শ্রীদার্থ নংমেইকাপাম ৷ কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা নেপালের টুঁটি চেপে ধরে ৷ গোলের দরজা খোলার জন্য ক্রমশ নেপাল বক্সে চাপ বাড়াতে থাকে শ্রীদার্থ, অমনদীপ, শিবাজিৎরা৷

15 মিনিটে নেপাল রক্ষণের দেওয়াল ভাঙেন মাহেসন সিং ৷ 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে মেন ইন ব্লু ৷ 42 মিনিটে ভারতের দ্বিতীয় গোল আসে অমনদীপের পা থেকে ৷ তিন মিনিট পর ব্যবধান 3-0 করে শিবাজিৎ৷

দ্বিতীয়ার্ধে সেই একই ছবি ৷ ভারতীয় আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল রক্ষণ ৷ 51 মিনিটে ভারতের চতুর্থ গোল করে শ্রীদার্থ ৷ এর পর 65 মিনিটে ভারতের পঞ্চম গোল করে সুপার সাব হিমাংশু জ্যাংরা ৷ 76 আর 80 মিনিটে পর পর দুটো গোল করে নেপালের কফিনে শেষ পেরেক পুঁতে হ্যাটট্রিক করে শ্রীদার্থ ৷

5 টি ম্যাচে 28 গোল করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত ৷ গোটা চ্যাম্পিয়নশিপে একটাও গোল হজম করেনি বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা ৷

ABOUT THE AUTHOR

...view details