পোর্তো, 2 মে : অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন ইকের ক্যাসিয়াস । তাঁর বর্তমান ক্লাব FC পোর্তোর তরফে জানানো হয়েছে, ক্যাসিয়াসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । ক্যাসিয়াসের অধিনায়কত্বেই 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন । 2008 ও 2012 ইউরো কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি ।
গতকাল সকালে অনুশীলন চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন ক্যাসিয়াস । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন 37 বছরের এই তারকা গোলকিপার । চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, ক্যাসিয়াস আশঙ্কামুক্ত । তবে, তিনি এই মরশুমে আর খেলতে পারবেন না ।