পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত ক্যাসিয়াস - world champion

অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন ইকের ক্যাসিয়াস । তাঁর বর্তমান ক্লাব FC পোর্তোর তরফে জানানো হয়েছে, ক্যাসিয়াসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ।

ইকের ক্যাসিয়াস

By

Published : May 2, 2019, 4:05 AM IST

Updated : May 2, 2019, 6:16 AM IST

পোর্তো, 2 মে : অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন ইকের ক্যাসিয়াস । তাঁর বর্তমান ক্লাব FC পোর্তোর তরফে জানানো হয়েছে, ক্যাসিয়াসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । ক্যাসিয়াসের অধিনায়কত্বেই 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন । 2008 ও 2012 ইউরো কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি ।

গতকাল সকালে অনুশীলন চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন ক্যাসিয়াস । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন 37 বছরের এই তারকা গোলকিপার । চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, ক্যাসিয়াস আশঙ্কামুক্ত । তবে, তিনি এই মরশুমে আর খেলতে পারবেন না ।

ক্যাসিয়াসের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । গ্যারি লিনেকার, মেসুট ওজ়িল, সার্জিও রামোস, কুর্তোয়া, গ্যারেথ বেলের মতো তারকারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন । প্রাক্তন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পোস্ট করেন, "বন্ধু আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে ।" প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ (2015 পর্যন্ত খেলেছেন) ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরফেও ক্যাসিয়াসের আরোগ্য কামনা করে টুইট করা হয় ।

পরে ভক্তদের আশ্বস্ত করে ফেসবুকে একটি ছবি ও লেখা পোস্ট করেন ক্যাসিয়াস । তিনি লেখেন, "সবকিছু নিয়ন্ত্রণে । পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ।"

Last Updated : May 2, 2019, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details