পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেকনিকাল কমিটির সিদ্ধান্তে শিলমোহর, ইগর স্টিমাচকে প্রধান কোচ করল AIFF - croatia

1998 বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের সদস্য ইগর স্টিমাচকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল AIFF, স্টিমাচের প্রথম হার্ডল থাইল্যান্ডের কিংস কাপ

AIFF

By

Published : May 15, 2019, 6:34 PM IST

দিল্লি, 15 মে : ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচকে নিযুক্ত করল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা AIFF। আজ AIFF- এর কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে তাঁকে।

নতুন কোচকে স্বাগত জানিয়ে AIFF সভাপতি বলেছেন, " ব্লু টাইগারদের কোচিং করানোর জন্য ইগরই যোগ্য ব্যক্তি। আমি তাঁকে স্বাগত জানাচ্ছি । ভারতীয় ফুটবল বর্তমানে এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছে। আমি বিশ্বাস করি তার অগাধ অভিজ্ঞতা ভারতীয় দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে। "

ইগর স্টিমাচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি পাকা হয়েছিল গত সপ্তাহে । টেকনিকাল কমিটি সর্বসম্মত ভাবে ইগর স্টিমাচকে বেছে নেয় । চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা পাঠানো হয় কার্যকরী কমিটির কাছে। আজ সেই সিদ্ধান্তে শিলমোহর দেয় কার্যকরী কমিটি।

AIFF-র টেকনিকাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা বলেছেন, " স্টিমাচকে জাতীয় দলের কোচ করার বিষয়ে টেকনিকাল কমিটির কোনো সদস্য দ্বিমত পোষণ করেননি। সর্বসম্মত ভাবেই তাঁকে বেছে নেওয়া হয়। "

দায়িত্ব নেওয়ার পর স্টিমাচের প্রথম অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডের কিংস কাপ। 5 জুন কারাকাওয়ের বিরুদ্ধে অভিযান শুরু করবে ব্লু টাইগাররা।

ABOUT THE AUTHOR

...view details