কলকাতা, 12 জুলাই: কোরোনার কারণে আগামী মরশুমে ISL হবে একটি শহরে ৷ ISL-এর পথ অনুসরণ করে আই লিগেও হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলা বাতিল হওয়ার জোর সম্ভাবনা ৷ সেক্ষেত্রেও একটি শহরে অনুষ্ঠিত হবে ভারতসেরার লড়াই ৷ ISL-এর ক্ষেত্রে যেমন গোয়াকে বেছে নেওয়া হয়েছে, আই লিগের ক্ষেত্রে তেমনই প্রথম পছন্দ কলকাতা ৷ সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে কলকাতাতেই আই লিগের আসর বসার কথা ৷
আই লিগের সব ম্যাচ এবার কলকাতায় ? - আই লিগ
কোরোনা মোকাবিলায় ISL-এর মতোই হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হচ্ছে না আই লিগ ৷ সেক্ষেত্রে কলকাতায় আয়োজিত হতে পারে আগামী মরশুমের আই লিগ ৷
ইতিমধ্যেই এই বিষয়ে উদ্যোগী হয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় ৷ কলকাতায় আই লিগ আয়োজনের ব্যাপারে IFA পুরোপুরি তৈরি রয়েছে বলেও জানান তিনি ৷ যদিও এক্ষেত্রে ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষা করছেন IFA সচিব ৷ তিনি বলেছেন, "আমরা কলকাতায় আই লিগ আয়োজন করতে প্রস্তুত ৷ AIFF-এর সিদ্ধান্তের অপেক্ষায় আছি ৷"
যদিও কলকাতায় আই লিগ আয়োজন নিয়ে সংশয় রয়েছে ৷ ATK-এর হাত ধরে ইতিমধ্যেই ISL-এ পদার্পণ করেছে মোহনবাগান ৷ পড়শি ক্লাব ইস্টবেঙ্গল শত নিশ্চয়তা দিলেও কোন লিগে খেলবে তা নিয়ে এখনও জট কাটেনি ৷ স্পোর্টিং রাইটস ফিরে পাওয়া, কোয়েসের সঙ্গে সমস্যা মিটিয়ে ইস্টবেঙ্গলও যদি ISL-এর দিকে পা বাড়ায় তাহলে কলকাতার কোনও দল আই লিগে থাকবে না ৷ মহমেডান যোগ্যতা অর্জন করলে ছবিটা বদলাতে পারে ৷ তা না হলে আই লিগ আয়োজনের দৌঁড়ে রয়েছে মণিপুর ৷ কারণ ট্রাউ ও নেরোকা FC- এই দুটি মণিপুরের দল আই লিগে খেলে ৷ দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফুটবলের জনপ্রিয়তা চোখে পড়ার মতো । তাছাড়া দেশের ওই অঞ্চলে কোরোনার প্রকোপও কম ।