কলকাতা, 18 জানুয়ারি : প্রথমে গোল করলেও জয় আসেনি । তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে । তা সত্ত্বেও দলের পারফরমেন্স দেখে খুশি আন্তেনিও লোপেজ হাবাস । 21 পয়েন্ট ঝুলিতে নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে-মোহনবাগান ।
21 জানুয়ারি সবুজ মেরুনের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি । তার আগে দলকে গুছিয়ে তোলার দায়িত্ব । চেন্নায়িন চ্যালেঞ্জ সামলানোর জন্য দল গোছানোর কাজ শুরু করার আগে হাবাস বলছেন,"আমরা প্রথমে গোল করে জেতার সুযোগ পেয়েছিলাম । আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে তিন পয়েন্ট । কিন্তু শেষ পর্যন্ত এক পয়েন্ট এসেছে । যা অবশ্যই খারাপ নয় । লম্বা লিগে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ ।"
এডু গার্সিয়ার অসাধারণ ফ্রি-কিক গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান । দশ মিনিটের মধ্যে ইশান পন্ডিতা এফসি গোয়াকে সমতায় ফেরান । দুই দলের ট্যাকটিকাল লড়াইয়ে গোলের সুযোগ সেভাবে তৈরি হয়নি । হাবাস বলছেন, দুটো বড় দলের মধ্যে খেলা হলে গোলের সুযোগ বেশি তৈরি হয় না । কিন্তু কম সুযোগ কাজে লাগাতে হয় ।
আরও পড়ুন :- প্রথমে গোল করেও ড্র এটিকে মোহনবাগানের
প্রতিপক্ষের তুলনায় বেশি সুযোগ পেয়েও গোল করতে না পারার আক্ষেপ রয়েছে । তবে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে না হওয়ায় খুশি । মুম্বই এফসির কাছে পরাজয়ের পর এফসি গোয়া ম্যাচে ড্র । ফের পাঁচ পয়েন্ট নষ্ট । যা দলের ত্রুটি সামনে নিয়ে এসেছে । সবুজ-মেরুন আক্রমণভাগের ভেদ শক্তি প্রতিপক্ষ রক্ষণ ভাঙার পক্ষে যথেষ্ট হচ্ছে না । যা দ্রুত ঠিক না হলে হাবাসকে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন অনেকে ।