কলকাতা, 15 ফেব্রুয়ারি : আসন্ন ডার্বি নিয়ে বাড়তি চিন্তায় নেই আন্তেনিও লোপেজ় হাবাস । জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পাওয়ায় এটিকে মোহনবাগান এখন 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে । স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি রয়েছে সবুজ মেরুন শিবিরে । এবার সামনে ইস্টবেঙ্গল।
আইএসএলের সবচেয়ে আলোচিত ম্যাচ পয়েন্ট টেবিলে সেভাবে প্রভাব ফেলবে না । তবে, দুই দলের কাছে ম্যাচটি সম্মান রক্ষার । ইতিমধ্যে আইএসএলের মঞ্চে দুই দলের প্রথম দ্বৈরথ জিতেছে এটিকে মোহনবাগান । এবার তাদের সামনে ডার্বিতে অপরাজিত থাকার তাগিদ । অন্যদিকে রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটি সম্মান পুনরুদ্ধারের । তাই উত্তেজনার একটা চোরা স্রোত বইতে শুরু করেছে ইতিমধ্যেই । যদিও সবুজ মেরুন হেডস্যার বলছেন, ‘‘আর পাঁচটা ম্যাচের মতোই আমার কাছে ইস্টবেঙ্গল ম্যাচ । আমাদের মাথা ঠান্ডা রেখে ডার্বিতে খেলতে হবে । পয়েন্টের দিক থেকে আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে । আমরা ভালো খেলছি । তাছাড়া মাঠে দর্শক থাকবে না, তাই চাপ থাকবে না। অন্য ম্যাচগুলির মতো খোলা মনে ছেলেরা খেলতে নামবে । আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই।’’