কলকাতা, 20 ফেব্রুয়ারি : গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক রয় কৃষ্ণ । 18 ম্যাচে 14 গোল করেছন তিনি । গত মরসুমে করেছিলেন পনেরো গোল । সেই রেকর্ড ভাঙার দোরগোড়ায় ফিজিয়ান স্ট্রাইকার । চলতি মরসুমের আইএসএলের প্রথম ম্যাচ থেকেই গোলের মধ্যে রয়েছেন কৃষ্ণ । সদস্য সমর্থকরা বলছেন কৃষ্ণ যখন সহায় তখন তাদের রোখে কোন দল । সত্যিই ফিজিয়ান গোলমেশিন যেন কঠিন গোলকে সহজভাবে করাকে এক অভ্যাস করে নিয়েছেন ।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম গোল নিজে করেন রয় । বাকি দুটো গোল ডেভিড উইলিয়ামস এবং জাভি হার্নান্দেজকে দিয়ে করান । এই দুই গোল করানোর সময়, লাল হলুদ রক্ষণকে নিয়ে কার্যত ছেলে খেলা করলেন । তবে নায়ক হওয়ার দিনে রয় কৃষ্ণের গলায় আমি নয় আমরা । ফিজিয়ান স্ট্রাইকারের কথায়,"এক নম্বর জায়গাটা ধরে রাখতে এই ম্যাচে জয় পাওয়া জরুরি ছিল । আমি নিজের কাজটা করেছি । বাকিরা তাদের কাজটা ঠিকমতো করেছে । এই দলের সদস্য হওয়া গর্বের বিষয় । ভালো ফুটবলেরই ফসল এই জয় এবং তা সদস্য সমর্থকদের জন্য উপহার ।" ডার্বি ডাবলের দিনে দিনের নায়ককে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এটিকে মোহনবাগানের হেডস্যার ও । কোচ আন্তেনিও লোপেজ হাবাস প্রথম দিন থেকেই রয় কৃষ্ণের গোল করার ক্ষমতায় আস্থা রেখে এসেছেন । এবার দলের অন্যদের গোল করার দক্ষতার প্রশংসা তাঁর মুখে । দলের গোলদাতাদের প্রশংসায় সবুজ মেরুন কোচ বলেন, "রয় কৃষ্ণ আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য । কিন্তু গোল করার জন্য আমরা ওঁর ওপর নির্ভর করি না,তা জাভি হার্নান্দেজ এবং ডেভিড উইলিয়ামস দেখিয়েছে । "