কলকাতা, ৭এপ্রিল : গুরুতর অসুস্থ পুঙ্গম কান্নন। তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। প্রাক্তন এই ফুটবলার এখন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছরের অক্টোবর থেকে তিনি অসুস্থ। ইউরিক অ্যাসিডে তাঁর পা ফুলে গেছিল। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেননি। সেই সময় মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ১৯৬৬ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা ফুটবলারটি।
ফুটবলার পুঙ্গম কান্নন হাসপাতালে, চিকিৎসার খরচ নিয়ে উদ্বেগে পরিবার - kolkata
গুরুতর অসুস্থ পুঙ্গম কান্নন। প্রাক্তন এই ফুটবলার এখন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সকালে স্ট্রোক হওয়ার পর কান্ননকে তেঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রাক্তন ফুটবলারের বাঁদিক অসাড় হয়ে গেছে।
প্রসঙ্গত, যে হাসপাতালে পুঙ্গম কান্নন ভরতি হয়েছেন, কয়েকদিন আগে তার উদ্বোধন করেছিলেন তিনি। সেদিন কান্ননের সঙ্গে ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সেদিন হাসপাতালের তরফে জানানো হয়েছিল, এই দুই কিংবদন্তি ফুটবলার অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তাঁদের। তবে চিকিৎসা নিখরচায় হলেও চিকিৎসার আনুষঙ্গিক খরচ কীভাবে জোগাবেন, তা নিয়ে উদ্বেগে কান্ননের পরিবার।