কলকাতা, 3 অক্টোবর : ইস্টবেঙ্গলের অনমনীয় মানসিকতায় ক্ষতিগ্রস্ত ফুটবল । কলকাতা লিগের শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামল না ইস্টবেঙ্গল । পয়েন্ট টেবিল বলছে 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শেষ করল লাল-হলুদ । ফলে লিগ টেবিলে তিন নম্বরে শেষ করল তারা ৷ গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান । কোয়েস না ক্লাবকর্তা নাকি কোচ কার নির্দেশে ইস্টবেঙ্গল খেলতেই নামল না, তা নিয়ে জল্পনা চলছে ময়দানে ৷ অপারগতার যুক্তি খাড়া করার পাশাপাশি তথ্যের আদানপ্রদানের খামতিকেও সামনে আনতে চেয়েছে কোয়েস ৷ কিন্তু, পরিস্থিতি যাই হোক না কেন ইস্টবেঙ্গল মাঠে নামবে না, বিষয়টি মানতে পারছেন না প্রাক্তনীরা । একই কথা বলছেন কাস্টমসের টেকনিকাল ডিরেক্টর ৷
ইস্টবেঙ্গলের 'পলায়ন' মানতে পারছেন না বিশ্বজিৎ
কাস্টমসের বিরুদ্ধে খেলতে মাঠে আসেনি ৷ কিন্তু, ইস্টবেঙ্গলের 'পলায়ন' মানতে পারছেন না কাস্টমসের TD ৷
প্রতিপক্ষ ডাগ আউট থেকে নিজের প্রাক্তন দলকে ম্যাচ ছেড়ে দিতে দেখে চমকে গেছেন । আহত হয়েছেন । তিন পয়েন্টের স্বস্তিতে ইস্টবেঙ্গলের না খেলার কাঁটা খচখচ করছে । স্মৃতির সরণিতে হেঁটে এরকম কোনও ঘটনা মনে করতে পারছেন না । বলছেন, "এই দলে আমি খেলেছি । কোচিং করিয়েছি । সমস্যা সেদিন ছিল । আজও হয়ত আছে । কিন্তু, খেলার সময় ইস্টবেঙ্গল একজোট হয়ে যেত । তাই মাঠে নামতে না দেখে খুব খারাপ লাগল ৷" আক্ষেপ বিশ্বজিৎ ভট্টাচার্যের । সাত গোলের ব্যবধানে জয় খেতাব দিতে পারত আলেয়ান্দ্রোর দলকে । কঠিন হলেও অসম্ভব ছিল না । কাস্টমস TD বলছেন, যোগ্য দল হিসেবে পিয়ারলেস চ্যাম্পিয়ন । তাদের অভিনন্দন জানানো উচিত প্রত্যেকের । কলকাতা লিগে বড় দলের আধিপত্য ভাঙছে দেখে খুশি । মনে করেন, এরকম পরিবেশে স্পেন বা ইংল্যান্ডের ফুটবলারের মানিয়ে নিয়ে সফল হওয়া কঠিন । এখানে আফ্রিকান ফুটবলাররা উপযুক্ত । ইস্টবেঙ্গল ও মোহনবাগান কেন স্প্যানিশ ফুটবলারের দিকে ঝুঁকছে তারও ফুটবলীয় ব্যাখ্যা বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে নেই ।
মরশুমের প্রথম দুটো প্রতিযোগিতায় দুই বড় দলের প্রাপ্তির ভাঁড়ার শূন্য । ময়দানের প্রাক্তন তারকা স্ট্রাইকার বলছেন, "ভারতীয় কোচ দায়িত্বে থাকলে কী অবস্থা হত, তা ভেবে শিউরে উঠতে হয় । পদত্যাগ না হলেও হলুদ কার্ড দেখানো হত । ফুটবলাররা ব্যর্থতার পরে খোলা মনে মাঠ ছাড়ছেন ৷ দেখে অবাক লাগে । আমাদের সময় লুকিয়ে থাকতে হত ।" আই লিগ, ISL নিয়ে মাতামাতি । বিশ্বজিৎ বলছেন, কলকাতা লিগ দেশের কঠিনতম লিগ । এখন যারা কলকাতা লিগকে পাত্তা দিচ্ছে না, তাঁদের মনে করিয়ে দেওয়া উচিত এই লিগে খেলেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ।