বার্লিন, 22 জুন : লন্ডনে (London) নয় রোমে (Rome) হোক ইউরোর 2020-র (EURO 2020) ফাইনাল ৷ বক্তা আর কেই নন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি (Mario Draghi) স্বয়ং ৷ সোমবার তিনি বলেছেন ,"আমি লণ্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের (Wembley Stadium) বদলে রোমে ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পক্ষে ৷ কারণ সম্প্রতি ব্রিটেনে ( Great Britain ) করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে ৷ তাই করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া কোনও দেশ থেকে ইউরোর ফাইনাল আয়োজন স্থানান্তরিত করার চেষ্টা করব ৷ "
জার্মানি সফরে গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ৷ বার্লিনে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি ৷ বৈঠক শেষে সাংবাদ মাধ্যমের সামনে চলতি ইউরো কাপের অন্তিম পর্ব লন্ডনে আয়োজন নিয়ে উষ্মা প্রকাশ করেন মারিও দ্রাগি ৷ তিনি একা নন ইউরোর ম্যাচে স্টেডিয়ামে দর্শকদের ভিড় নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন জার্মানির (Germany) চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel) ও ফ্রান্সের (France) প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোঁও (Emmanuel Macron) ৷ গত সপ্তাহে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানান দেশের জনগনকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করাকেই তাঁরা অগ্রাধিকার দেবেন ৷