পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL আমরাও খেলব, হাত গুটিয়ে বসে নেই, বলছে ইস্টবেঙ্গল

পড়শি ক্লাব ISL খেলতে গাঁটছড়া বাঁধল বলে ইস্টবেঙ্গল বসে রয়েছে, এমন ভাবার কারণ নেই বলেই জানিয়েছে লাল হলুদ শিবির । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি ময়দানে নীতুদা নামেই বেশি পরিচিত, আজ বলেন, "ইস্টবেঙ্গল হাত গুটিয়ে বসে নেই । যদি মোহনবাগান ISL খেলে তাহলে ইস্টবেঙ্গলও খেলবে । তার জন্য অন্য ক্লাবের সঙ্গে হাত মেলাতে হবে না । "

Eastbengal
ফাইল ছবি

By

Published : Jan 16, 2020, 11:50 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : আগামী মরশুমেই ISL-এ খেলতে নামছে মোহনবাগান শিবির ৷ ATK-র সঙ্গে সেইমতো গাঁটছড়াও বেঁধে ফেলেছে মোহনবাগান । এবার সেই নিয়ে মুখ খুলল বাগান শিবিরের চির-প্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেড ।

পড়শি ক্লাব ISL খেলতে গাঁটছড়া বাঁধল বলে ইস্টবেঙ্গল বসে রয়েছে, এমন ভাবার কারণ নেই বলেই জানিয়েছে লাল হলুদ শিবির । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি ময়দানে নীতুদা নামেই বেশি পরিচিত, আজ বলেন, "ইস্টবেঙ্গল হাত গুটিয়ে বসে নেই । যদি মোহনবাগান ISL খেলে তাহলে ইস্টবেঙ্গলও খেলবে । তার জন্য অন্য ক্লাবের সঙ্গে হাত মেলাতে হবে না । "

দেবব্রত সরকারকে ইস্টবেঙ্গলের ISL ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই উত্তর সময় দেবে । কোনও স্পনসর এবং বিনিয়োগকারী না থাকলেও কুছ পরোয়া নেহি । সদস্য ও সমর্থকদের অর্থে ইস্টবেঙ্গল ISL খেলবে ।"

পাশাপাশি ক্লাবের সদস্য ও সমর্থকদের ডার্বির আগে দলের পাশে দাড়ানোর আর্জিও জানিয়েছেন নীতুদা । একইসঙ্গে আই লিগে দলের বাকি ম্যাচে নতুন ফুটবলার নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details