পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুপার কাপে নাম নথিভুক্ত ইস্টবেঙ্গলের, একই পথে মোহনবাগানও - kolkata

আগে সুপার কাপে নাম নথিভুক্ত করেছিল চার্চিল ব্রাদার্স, নেরোকা এফসি, রিয়াল কাশ্মীরসহ বেশ কয়েকটি দল। এবার নাম নথিভুক্ত করল ইস্টবেঙ্গল। সুপার কাপ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল এবার তা কাটার সম্ভাবনা রয়েছে।

ইস্টবেঙ্গল

By

Published : Mar 25, 2019, 10:34 AM IST

কলকাতা, 25 মার্চ : প্রেসিডেন্ট একাদশ নয়, সুপার কাপে নাম নথিভুক্ত করল কোয়েস ইস্টবেঙ্গল। একই পথে হাঁটতে চলেছে মোহনবাগানও। সুপার কাপ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, এর ফলে তা মিটতে পারে বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন, তাঁরা কোনও ক্লাবকে বাড়তি অনুরোধ করবেন না। সূচি অপরিবর্তিত থাকবে। তাঁদের এগারোটি দল তৈরি আছে। তাই নির্ধারিত দিন ও সময়ে সুপার কাপের খেলা হবে। সচিবের এই ঘোষণার পরও পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিল আটটি দল। মোহনবাগান ইতিমধ্যেই চিঠি দিয়ে ওয়াক ওভার দেওয়া তিন ক্লাবকে খেলার সুযোগ দেওয়ার আবেদন করার সঙ্গে সুপার কাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল। গতরাতেও সুপার কাপ ঘিরে তৈরি হওয়া জটিলতা নিয়ে ফেডারেশন কোনও বিবৃতি দেয়নি। কিন্তু, ইস্টবেঙ্গল তাদের নাম নথিভুক্ত করায় বরফ গলার ইঙ্গিত মিলতে শুরু করেছে। এই খবর সামনে আসায় ইস্টবেঙ্গলের প্রেসিডেন্ট একাদশ নামে সুপার কাপে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, তাঁরা খেলার দাবি তুলেছিলেন। ইস্টবেঙ্গল কোনও টুর্নামেন্ট ওয়াকওভার দেয় না। এটি ক্লাবের ঐতিহ্যের পরিপন্থী।

ইস্টবেঙ্গল ছাড়াও চেন্নাই সিটি, চার্চিল ব্রাদার্স, নেরোকা এফসি, রিয়াল কাশ্মীর, ইন্ডিয়ান অ্যারোজ় ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছে। নাম নথিভুক্তকরণের শেষদিন ছিল 23মার্চ।

ABOUT THE AUTHOR

...view details