পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুপার কাপের জন্য অনুশীলনে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন - paltu das

প্রেসিডেন্ট ইলেভেন নাম দিয়ে সুপার কাপের খেলার উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

অনুশীলনে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন

By

Published : Mar 23, 2019, 3:03 AM IST

কলকাতা, 23 মার্চ : প্রয়াত সচিব পল্টু দাসের 18তম মৃত্যুবার্ষিকীর দিনে অনুশীলনে নামল ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন। প্রাক্তন ফুটবলার চন্দন দাসের কোচিংয়ে শুরু হল অনুশীলন। চেনা মুখ বলতে সুরাবুদ্দিন মল্লিক, হীরা মণ্ডল, দীপেন্দু দুয়ারি। বাকিদের বেশিরভাগই মূলত FCI-এর ফুটবলার।

অনুশীলনে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেন

সুপার কাপের প্রস্তুতির কথা বলা হলেও এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, কোয়েস ইস্টবেঙ্গল সুপার কাপে খেলা নিয়ে জোটের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেডারেশনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। জোটের দাবি ছিল ভারতীয় ফুটবলের পথদিশার ঘোষণা। এবং ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠক। ইতিমধ্যে ফেডারেশন প্রেসিডেন্ট এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠক করার দিন ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের বৈঠকের আশ্বাস পেয়ে ইতিমধ্যেই মিনার্ভা পঞ্জাব সুপার কাপে খেলার ব্যাপারে রাজি হয়েছে। মোহনবাগানও সুপার কাপে খেলবে বলে চিঠি দিয়েছে। একই পথে হাঁটতে চলেছে কোয়েস ইস্টবেঙ্গলও। এই অবস্থায় ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট ইলেভেনের সুপার কাপের জন্য অনুশীলন প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন রয়েছে। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন সুপার কাপ খেলার সিদ্ধান্ত নিলে তা স্বাগত। ইস্টবেঙ্গলের প্রতিটি সমর্থক সদস্য সুপার কাপের খেলার পক্ষে মত দিয়েছে।

অনুশীলনের সময় মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ সুভাষ ভৌমিক। তিনি দেশব্যপী একটি লিগের পক্ষে সওয়াল করেছেন। একই সঙ্গে সমালোচনা করেছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার। আইলিগ জিততে না পারার দায় স্প্যানিশ কোচকে নিতে হবে বলে অভিযোগ করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details