পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বির আগে বড় জয় ইস্টবেঙ্গলের, ম্যাচ সেরা এরিয়ান গোলরক্ষক ! - derby match

প্রথমার্ধে একটি গোল হলেও ছন্নছাড়া ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল । বিরতির পরে খোলস ছাড়ে লাল হলুদ । একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে এরিয়ান রক্ষণে । এসময় এরিয়ান গোলরক্ষক আবদুল কাদির ঢাল না হয়ে দাঁড়ালে রাজদীপ নন্দীর দল আরও বড় ব্যবধানে হারত । তাই ম্যাচের সেরা এরিয়ান গোলরক্ষক ।

ফাইল ফোটো

By

Published : Aug 28, 2019, 9:02 PM IST

কলকাতা, 28 অগাস্ট : মরশুমের প্রথম ডার্বির ঢাকে কাঠি । রবিবারই কলকাতা লিগের প্রথম বড় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । তার আগে নিজেদের মাঠে এরিয়ানকে 3-0 গোলে হারিয়ে দিল আলেয়ান্দ্রোর ছেলেরা । শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল-হলুদ ব্রিগেড । 26 মিনিটে গোল লক্ষ্য করে শট নেন কাসিম আয়দারা । এরিয়ান ডিফেন্ডার চিকাওয়ালির গায়ে লেগে বল বাইরে যায় । 39 মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিদ্যাসাগর সিং । সামাদের পাস ধরে গোলে বল ঠেলতে ব্যর্থ হন । এরপর 41 মিনিটেই আসে কাঙ্খিত গোল । ব্রেন্ডনের ডান দিক থেকে করা ক্রস বিদ্যাসাগর আবার মিস করেন কিন্তু অধিনায়ক লালরেন্ডিকা রালতে গোল করতে ভুল করেননি ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল । 60 মিনিটে রোনাল্ডো অলিভিয়েরা ও কোলাডোর যুগলবন্দীতে আসে দ্বিতীয় গোল । বাঁ দিক থেকে কোলাডোর জোরালো শট গোলে ঢুকে যায় । এরপরও অনেক সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু এরিয়ানকে লজ্জার হার থেকে বাঁচান গোলরক্ষক সায়েদ বিন আবদুল কাদের । ম্যাচের শেষলগ্নে একা আবদুলকে পেয়েও গোল করতে ব্যর্থ হন কোলাডো । যদিও 88 মিনিটে অভিষেক আম্বেকরকে ফাউল করলেও অ্যাডভান্টেজ দেন রেফারি । সেখান থেকে বল নিয়ে নিজের দ্বিতীয় গোল করে যান কোলাডো । ডার্বির কথা মাথায় রেখেই এদিন পিন্টু মহাতোকে খেলাননি আলেয়ান্দ্রো ।

প্রথমার্ধে একটি গোল হলেও ছন্নছাড়া ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল । বিরতির পরে খোলস ছাড়ে লাল হলুদ । একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে এরিয়ান রক্ষণে । এসময় এরিয়ান গোলরক্ষক আবদুল কাদির ঢাল না হয়ে দাঁড়ালে রাজদীপ নন্দীর দল আরও বড় ব্যবধানে হারত । তাই ম্যাচের সেরা এরিয়ান গোলরক্ষক ।

বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরমেন্সে খুশি আলেয়ান্দ্রো । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও কঠিন । তাই দল প্রতিটি ম্যাচে উন্নতি করছে দেখে ভালো লাগছে । তবে আরও উন্নতির প্রয়োজন ।"

ABOUT THE AUTHOR

...view details