কলকাতা, 2 মে: আচমকা চুক্তি ছেদের ই-মেলে অশান্তির আবহ তৈরি হয়েছিল । লকডাউনের প্রেক্ষাপটে অশান্তির আঁচ বড় আকার না নিলেও প্রশমিত হয়েছে বলা যাবে না ।
রবিবার ভোর রাতে দিল্লি থেকে স্পেনগামী বিমান ধরতে সড়কপথে কলকাতা ছাড়বেন মারিও রিবেরা, কার্লোস নোদার, হাইমে স্যান্টোস কোলাডো, মার্কোস পেরেরা, ভিক্টর পেরেজরা । বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছাবেন তাঁরা । শনিবার বিকেলে তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক লাল-হলুদ কর্তা । স্প্যানিশ কোচ মারিও রিবেরা নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্বে ফিরবেন কি না তা সময় বলবে । তবে পুরো মরশুম জুড়ে যাদের সঙ্গে কাজ করেছেন তাঁদের সুস্থ থাকার এবং ঘরের বাইরে না বেরোনোর অনুরোধ করেছেন লাল-হলুদ কোচ ।
ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা পাঁচ দিনের নোটিসে শেষ একমাসের বেতন না দেওয়ার কথা ই-মেল করে জানিয়েছিল । তবে ফুটবলারদের বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধার জোগান তারা বন্ধ করবে না বলে কথা দিয়েছিল । এই সিদ্ধান্ত নিয়ে স্প্যানিশ ব্রিগেড মুখ খোলেনি ।
ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলারদের মধ্যে সিনিয়র ফুটবলার লালরিনডিকা রালতে । এইমুহূর্তে তিনি কলকাতায় ঘরবন্দী । পরিবারের সঙ্গে যাবতীয় যোগাযোগ ফোন এবং ভিডিও কলে । বিনিয়োগকারী সংস্থার চুক্তি ছেদের ই-মেল নিয়ে তাঁর অসন্তোষ রয়েছে । তিনি বলেন, "এভাবে হঠাৎ করে মাইনে না দেওয়ার সিদ্ধান্তে ধাক্কা খেয়েছি । বিমা সহ অন্যান্য সুবিধা মে মাস পর্যন্ত দেবে বলেছে । ওদের প্রস্তাব না মানার কথা জানিয়েছি । এখন ওদের উত্তরের অপেক্ষায় রয়েছি ।" তবে এখনও FPA এবং AIIFF-কে বিষয়টি জানাননি তিনি।