পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠককে রাজনৈতিক রং দেওয়ায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল

ISL নিয়ে সমস্যার হাল খুঁজতে শুক্রবার BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই ক্লাবের কর্তারা । তবে পুরো বিষয়টিকে যেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তাতে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।

বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনাকে রাজনৈতিক রং দেওয়ার বিরোধিতায় ইস্টবেঙ্গল

By

Published : Jul 14, 2019, 5:05 AM IST

Updated : Jul 14, 2019, 5:18 AM IST

কলকাতা, 14 জুলাই : ইস্টবেঙ্গল, মোহনবাগান যে লিগে খেলে সেটাই একনম্বর । তাই ISL-কে ফেডারেশনের একনম্বরের স্বীকৃতি দেওয়া নিয়ে মাথা ঘামাতে রাজি নন লাল হলুদ কর্তারা । গতকাল সহসচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্তকে পাশে বসিয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকার ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান ব্যাখ্যা করেন ।

দেবব্রত সরকারের মতে, গত একশো বছর বাংলার দুই প্রধান ভারতীয় ফুটবলের ধারক বাহক । তাদের বাদ দিয়ে দেশে কোনও লিগ, টুর্নামেন্ট হতে পারে না । তাই AIFF তাদের বাণিজ্যিক স্বার্থে কী অবস্থান নিচ্ছে তা অমূলক । কিন্তু প্রতিটি পদক্ষেপের একটা অবস্থানগত দিক রয়েছে । তাই আই লিগের শীর্ষ লিগের তকমা কেড়ে নেওয়ার বিরোধিতায় লালহলুদ কর্তারা ।

সমস্যার হাল খুঁজতে শুক্রবার BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই ক্লাবের কর্তারা । দেবব্রত সরকার জানান, এক প্রাক্তন ফুটবলারের উদ্যোগ ও অনুরোধে তাঁরা সেই বৈঠকে অংশ নিয়ছিলেন । সর্বভারতীয় নেতাকে নিজেদের আর্জি ও সমস্যা জানিয়েছেন । সমস্যা মেটানোর আশ্বাসে তাঁরা খুশি । তবে পুরো বিষয়টিকে যেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তার বিরোধিতা করছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। তাঁর অভিযোগ, ফুটবলের স্বার্থে হওয়া এই বৈঠককে যারা রাজনৈতিক রং দিচ্ছে, তারা ফুটবলকে হত্যা করছে ।

দেবব্রতবাবু বলেন, "ইস্টবেঙ্গল ক্লাব কোনও রাজনৈতিক রঙে বিশ্বাস করে না । আমাদের রঙে সব ব্যক্তিত্বই আছেন । সেখানে শাসক-বিরোধীর বিভাজন নেই । তা ছাড়া রাজ্যের বর্তমান প্রশাসন যেভাবে বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করেছে তা আগে হয়নি । পরিকাঠামোর উন্নয়ন ও ফুটবলকেন্দ্রিক যাবতীয় লড়াইয়ে বর্তমান রাজ্য প্রশাসন পাশে দাঁড়িয়েছে । তাই এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টার বিরোধিতা করছে ইস্টবেঙ্গল ক্লাব ।"

Last Updated : Jul 14, 2019, 5:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details