কলকাতা, ১১ মার্চ : আই লিগ শেষ। কোঝিকোড় থেকে কলকাতায় ফিরলেন ইস্টবেঙ্গল কোচ, ফুটবলার ও কর্মকর্তারা। গতরাত আটটা নাগাদ কলকাতায় পৌঁছান তাঁরা। লাল-হলুদ কোচ ও ফুটবলারদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন কয়েক হাজার সমর্থক।
আই লিগে দ্বিতীয় হয়ে কলকাতায় ফিরেও চ্যাম্পিয়নের সম্মান পেল ইস্টবেঙ্গল। গতরাত আটটা নাগাদ বিমানবন্দরে পৌঁছালেও লাল-হলুদ ফুটবলাররা প্রায় ঘণ্টাখানেক পরে বাইরে আসেন। তার অনেক আগেই অবশ্য ইস্টবেঙ্গল সমর্থকদের দখলে চলে গিয়েছিল বিমানবন্দর চত্বর। প্রায় হাজার পাঁচেক সমর্থক সন্ধে থেকেই হাতে পতাকা, ফেস্টুন, মালা ও পুষ্পস্তবক নিয়ে তৈরি ছিলেন। সঙ্গে জয়ধ্বনিও দেওয়া হচ্ছিল। ফুটবলারদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পুলিশকে বাড়তি তৎপর হতে হয়। দলের বিদেশিরা এই উন্মাদনা দেখে কার্যত বিস্মিত।