পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মিনি ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ

এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট । মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ দিয়ে শুরু হবে এই বছরের ডুরান্ড ।

ডুরান্ড কাপ

By

Published : Jul 8, 2019, 11:20 PM IST

কলকাতা, 8 জুলাই : মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের ডুরান্ড কাপ । এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট । দিল্লিতে এতদিন এই প্রতিযোগিতা আয়োজন করে এসেছে সেনাবাহিনী । এবার নয়া মোড়কে উপস্থাপনা করতে ফুটবলের শহরে আয়োজন করা হচ্ছে ডুরান্ড কাপের ।

2 অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফাইনাল 24 অগাস্ট । সোমবার যে সম্ভাব্য ক্রীড়াসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মিনি ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড । ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 3 অগাস্ট । নিজেদের মাঠে আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার ছেলেরা খেলবে আর্মি রেডের বিরুদ্ধে ।

দেশের প্রথম সারির সব দল এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নিচ্ছে । অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, বেঙ্গালেরু FC, জামশেদপুর FC, ATK, চেন্নাই সিটি FC, রিয়াল কাশ্মীর, FC গোয়া, গোকুলাম FC, ট্রায়ো FC সহ আইলিগ এবং ISL-এর দলগুলি । এছাড়াও আর্মি রেড, আর্মি গ্রিন, এয়ারফোর্স, নেভির ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে ।

অংশগ্রহণকারী দলগুলোকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে । কলকাতা ছাড়াও কল্যাণী, শিলিগুড়িতে ম্যাচ অনুষ্ঠিত হবে । কলকাতা লিগ সম্ভবত শুরু হচ্ছে চলতি মাসের 23 তারিখ । চলবে সেপ্টেম্বর পর্যন্ত । ফলে কলকাতা লিগের ক্রীড়াসূচির সঙ্গে ডুরান্ডের সূচির যাতে সংঘাত না হয় সেজন্য আর্মি ও IFA কয়েক দফা বৈঠক করেছে । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে, দলগুলি যাতে পর্যাপ্ত বিশ্রাম পেয়ে নামতে পারে সেদিকে নজর দেওয়া হোক । দুটো খেলার মধ্যে দুই থেকে তিন দিনের বিশ্রামের কথাও মাথায় রাখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details