কলকাতা, 19 সেপ্টেম্বর :শুধু ক্রিকেট দুনিয়া নয়, মহেন্দ্র সিং ধোনিতে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ অনিরুদ্ধ থাপা । সম্প্রতি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বলেছিলেন মেরি কমের পারফরম্যান্স তাঁকে অনুপ্রাণিত করে। তিনি মেরি কমের সবচেয়ে বড় ভক্ত । প্রায় একই সুরে ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে নিজের মুগ্ধতার কথা বললেন দেশের অন্যতম সেরা ফুটবল প্রতিভা অনিরুদ্ধ থাপা ।
ধোনিই ফুটবলার অনিরুদ্ধর অনুপ্রেরণা
ইন্ডিয়ান সুপার লিগে খেলার সময় চেন্নাইয়িন সিটি FC র অনুশীলনে এসেছিলেন ধোনি। শুধু ক্রিকেট নয়, ফুটবল পায়ে ক্রিকেটের মহাতারকার নৈপুণ্য তরুণ ফুটবলারকে মুগ্ধ করেছিল ।
বাইশ গজে প্রাক্তন ভারত অধিনায়কের শান্ত অথচ আগ্রাসী মানসিকতা থেকে শিক্ষা নেন অনিরুদ্ধ । 22 বছরের ফুটবলারটি দেশের অন্যতম সেরা ফুটবল প্রতিভা । ইন্ডিয়ান সুপার লিগে খেলার সময় চেন্নাইয়িন সিটি FC র অনুশীলনে এসেছিলেন ধোনি। শুধু ক্রিকেট নয়, ফুটবল পায়ে ক্রিকেটের মহাতারকার নৈপুণ্য তরুণ ফুটবলারকে মুগ্ধ করেছিল ।
সেদিন ধোনি তাঁর নিজের উঠে আসার দিনের কথা বলেছিলেন। যা শুনে বিস্মিত হয়েছিলেন। মহাতারকা হয়েও সকলের সঙ্গে মিশে যাওয়া,মাটির কাছাকাছি থাকা অনিরুদ্ধকে জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছে । ম্যাচ এবং ম্যাচের বাইরে শান্ত অথচ আগ্রাসী মানসিকতা নিজের ফুটবলার জীবনে নিয়ে আসতে চান । কারণ প্রাক্তন ভারত অধিনায়কের এই মানসিকতা তাকে অনুপ্রাণিত করে। একজন ফুটবলার হয়েও অনিরুদ্ধর অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন ধোনি। অনিরুদ্ধ ঠিক করেছেন সময় পেলে টিভিতে চোখ রাখবেন ।