কলকাতা, 26 জুন : বিশ্বকাপার জনি অ্যাকোস্টার বকেয়া মেটালো লাল-হলুদ । পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা লগ্নিকারীর পাঠানো চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করতে চলেছেন বলে খবর । ইতিমধ্যে আইএসএলের দশ দল তাদের জার্সির নমুনা এফএসডিএল-এর অফিসে জমা দিয়েছে । ব্যতিক্রম কেবল লাল-হলুদ ব্রিগেড । এস সি ইস্টবেঙ্গল সময় চেয়ে আবেদন করেছে বলে খবর ।
আইএসএলে খেলার ব্যাপারে নিজেদের অবস্থান জানানোর চলতি সপ্তাহই শেষ সময়সীমা । তবে ক্লাব এবং লগ্নিকারী সংস্থার দ্বন্দ্ব অব্যাহত । ক্লাব বলছে চূড়ান্ত চুক্তি পত্রের তিনটে শর্ত নিয়ে তাঁদের আপত্তি রয়েছে, তা তাঁরা জানিয়েছেন । এবং শুধু জানানো নয় গত শনিবার ভিডিয়ো কনফারেন্সে মাধ্যমে দুই তরফে আলোচনায় বসে । চুক্তি জটের কোথায় ক্লাবের সমস্যা তা নিয়ে বিস্তারিতভাবে কথা হয় । লগ্নিকারীর তরফে এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল । সেটা যে অমূলক নয় তা মাঝের কয়েকদিনের অগ্রগতিতে প্রমাণিত ।