পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Copa America : ব্রাজিলের গোল ঘিরে বিতর্ক, পিছিয়ে পড়েও কলম্বিয়াকে হারাল নেইমাররা

খেতাব ধরে রাখার লড়াইয়ে দুর্ধর্ষ পারফরমেন্স ব্রাজিলের । কলম্বিয়ান ফ্যানেদের হৃদয় ভেঙে শেষ মুহূর্তে 2-1 গোলে জয় ছিনিয়ে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল । গ্রুপ বি-তে শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল । এখনও পর্যন্ত এই মরশুমে এই নিয়ে টানা 10টি ম্যাচে জয়ী হল ব্রাজিল ।

কোপা আমেরিকায় রোমহর্ষক জয় ব্রাজিলের
কোপা আমেরিকায় রোমহর্ষক জয় ব্রাজিলের

By

Published : Jun 24, 2021, 10:24 AM IST

Updated : Jun 24, 2021, 10:54 AM IST

রিও ডি জেনেইরো, 24 জুন : কোপা আমেরিকায় গতকাল মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর কলম্বিয়া । কলম্বিয়ান ফ্যানেদের হৃদয় ভেঙে শেষ মুহূর্তে 2-1 গোলে জয় ছিনিয়ে নিল ব্রাজিল । খেলা শুরুর 10 মিনিটের মাথাতেই সকলকে চমকে দিয়ে লুইস দিয়াজ বাইসাইকেল কিকের মাধ্যমে প্রথম গোলটি এনে দেয় কলম্বিয়ার ঝুলিতে । অনেক চেষ্টা করেও ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিল না । তাই প্রথম অর্ধে গোলশূন্য অবস্থাতেই ফিরতে হয় ব্রাজিলকে । কিন্তু চমকটি ঘটে দ্বিতীয়ার্ধে ।

ব্রাজিল সর্বতোভাবে তৈরি হয়ে মাঠে নামে এবং অ্যাটাক করতে শুরু করে এবং রবার্টো ফিরমিনিওকে মাঠে নামানোটা দারুণ কাজ করে । ম্যাচের 66 মিনিটের মাথায় গোলকিপারকে কাটিয়ে নেইমার একটা সুযোগ পেলেও বলটি গিয়ে সোজা গোলপোস্টে আঘাত করে । অন্যদিকে কলম্বিয়ানরা 1-0 গোলে এগিয়ে থেকে দারুণ ছন্দে খেলতে থাকে । আবার 78 মিনিটের মাথায় রেনান লোডির ক্রসে হিট দিয়ে দুরন্ত গোল করেন রবার্টো ফিরমিনিও ।

গোলটি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং কলম্বিয়ান খেলোয়াড়রা ভীষণ অখুশি হন ৷ কারণ বলটি রেফারির গায়ে লাগে এবং তিনি বাঁশি বাজাতে যাচ্ছিলেন সেই সময় খেলা চলতে থাকায় তিনি আর বাঁশি বাজাননি ।

আরও পড়ুন...WTC Final : স্বপ্নভঙ্গ কোহলি ব্রিগেডের, ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা

অন্যদিকে কলম্বিয়ান খেলোয়াড়রা ভেবেছিলেন রেফারি বাঁশি বাজাবে তাই তারা কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল এবং সেই সময় ঘটল ব্যাপারটি । ব্রাজিলের তরফ থেকে গোল দিলেন রবার্টো ফিরমিনিও এবং ব্রাজিলকে খেলায় সমতা ফিরিয়ে আনলেন । অতিরিক্ত 10 মিনিট খেলা চলাকালীন নেইমারের দুর্দান্ত একটি পাশ থেকে কাসেমিরো ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এবং ব্রাজিলের জয়ের পথ প্রশস্ত করেন । পরিস্থিতি থেকে 3 পয়েন্ট ছিনিয়ে নেওয়ার এরকম টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করল সমস্ত ফুটবলপ্রেমীরা ।

Last Updated : Jun 24, 2021, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details