পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন বাইচুং - i league

আলেয়ান্দোর অধীনে শেষ ম্যাচ খেলবেন বাইচুং ভুটিয়া । আসন্ন মরসুমেই ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন তিনি ।

বাইচুং

By

Published : Jul 18, 2019, 2:35 AM IST

কলকাতা, 18 জুলাই : লাল-হলুদ জার্সি গায়ে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বাইচুং ভুটিয়া । 16 বছর বয়সে এই লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নেমে সমর্থকদের মন জিতে নিয়েছিলেন । গতকাল ইস্টবেঙ্গল ক্লাবে সংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন বাইচুং ।

আসন্ন মরশুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন বাইচুং । আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসর নেননি তিনি । ফুটবলার বাইচুংয়ের ইচ্ছে লাল হলুদ জার্সি পরে শেষ বার মাঠে নামার । ইতিমধ্যেই লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রোর সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে ক্লাবের ।

বাইচুং স্বয়ং শেষবার মাঠে নেমেছিলেন নিজের ক্লাব সিকিম ইউনাইটেডের হয়ে। এখনও বিভিন্ন প্রদর্শনী ম্যাচে খেলতে নামেন । তাই ক্লাব ফুটবল থেকে অবসর নিতে ইস্টবেঙ্গলের জার্সিতে পাঁচ মিনিটের জন্য মাঠে নামতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন তিনি ।

এদিকে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে সময় দেওয়ার পক্ষে প্রাক্তন ভারত অধিনায়ক । একই সঙ্গে দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন বাইচুং ।

ABOUT THE AUTHOR

...view details