কলকাতা, 27 জানুয়ারি : চলতি বছরের এএফসি কাপে গ্রুপ ডি-তে এটিকে-মোহনবাগান । রয় কৃষ্ণদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া এস অ্যান্ড আরসি । এছাড়াও সাউথ জ়োন প্লে অফ রাউন্ডের সেরা দলও ডি গ্রুপে খেলবে । 14মে থেকে গ্রুপ ডি এর খেলাগুলো হবে। এইবছর একই ভেনুতে ম্যাচ গুলো হবে ।
2019-20 সালের আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এএফসি কাপে । আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাটছড়া বাঁধে । চলতি বছরে এটিকে-মোহনবাগান নামে এএফসি কাপে খেলবে । এএফসি কাপের সূচি প্রকাশিত হতেই আন্তেনিও লোপেজ় হাবাস বলছেন আন্তর্জাতিক আঙিনায় আকর্ষণীয় ম্যাচের অপেক্ষায় থাকবে তাঁর দল।