বার্সেলোনা, 9 জুলাই : লা-লিগা খেতাব জয়ের আশা জিইয়ে রাখল বার্সেলোনা ৷ ক্যাতালান ডার্বিতে এস্প্যানিয়লকে 1-0 গোলে হারাল মেসি, সুয়ারেজের বার্সা ৷ একদিকে যেমন খেতাব জয়ের আশা ধরে রাখল বার্সা তেমনই হারের ফলে রেলিগেশনের আরও কাছে চলে গেল এস্প্যানিয়ল ৷
প্রথমার্ধে খেলা শেষ হয় গোলশূন্যভাবে ৷ বারবার বার্সা আক্রমণের ঝড় তুললেও সেগুলি এস্প্যানিয়লের গোলের কাছে গিয়ে আটকে যাচ্ছিল ৷ অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে প্রথমার্ধে রক্ষণাত্মক খেলার চেষ্টা করে এস্প্যানিয়ল ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ম্যাচের যাবতীয় নির্যাস লুকিয়ে ছিল ৷ 50 মিনিটে লাল কার্ড দেখেন বার্সার আনসু ফেতি ৷ 10 জনে হয়ে পড়ে বার্সেলোনা ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এস্প্যানিয়ল ৷ তিন মিনিট পরেই ফের লাল কার্ড ৷ এবার এস্প্যানিয়লের পল লোজানো ৷ দুটি দলই 10 জন হয়ে পড়ে ৷
এরপর আন্তেনিও গ্রিজম্যানের পাশ থেকে মেসির শট এস্প্যানিয়লের ফুটবলারদের শরীরে প্রতিহত হয়ে বল এলে ফিরতি বলে গোলে ঠেলতে ভুল করেননি সুয়ারেজ ৷ 56 মিনিটে সুয়ারেজের গোলই ম্যাচের একমাত্র গোল ৷