কর ফাঁকি, জেল-জরিমানা কোস্তার
ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার দিয়েগো কোস্তাকে 5 লাখ 43 হাজার 208 ইউরো জরিমানা করল স্পেনের আদালত ।
মাদ্রিদ, 5 জুন : শাস্তির মুখে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার দিয়েগো কোস্তা । কর ফাঁকি দেওয়ায় কোস্তাকে 5,43,208 ইউরো জরিমানা ও 6 মাসের জেলের সাজা শুনিয়েছে স্পেনের আদালত।
যদিও কোস্তাকে হয়তো জেলে যেতে হবে না। কারণ স্পেন এর নিয়ম অনুযায়ী, অহিংসা জনিত অপরাধীর যদি দু বছরের কম সাজা হয় তাহলে কিছু জরিমানা দিয়ে জেলে থাকা থেকে রেহাই পাওয়া যায়।
2014 সালে চেলসিতে যোগ দেওয়ার সময় ও এছাড়া, ছবি স্বত্ব বিক্রির কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে কোস্তার বিরুদ্ধে । নিজের উপর আসা সমস্ত অভিযোগ মেনে নেন তিনি ।
একই অভিযোগে এর আগে মেসি, রোনাল্ডো, ক্যাসিয়াস সহ একাধিক ফুটবলারকে স্পেনের আদালতে যেতে হয়েছিল।
স্পেনে ফুটবল লিগ লা লিগা ফিরছে 11 জুন থেকে । বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের দাপটে প্রায় 3 মাস বন্ধ ছিল সমস্ত ফুটবল লিগ । তবে খেলা শুরু হলেও তা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। রিয়াল মাদ্রিদ, তাদের পরবর্তী সব ম্যাচ ক্লাবের B টিমের মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে ।