পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডেভিড উইলিয়ামসের গোলে শাপমোচন ATK-র - football

বেঙ্গালুরু FC-কে 1-0 গোলে হারাল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । গোলদাতা ডেভিড উইলিয়ামস ।

Breaking News

By

Published : Dec 25, 2019, 11:52 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : সান্তাক্লজ় বড়দিনে জয় উপহার দিলেন ATK ভক্তদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু FC-কে 1-0 গোলে হারাল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । গোলদাতা ডেভিড উইলিয়ামস । 47 মিনিটে জয়েশ রানের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে তা জালে পাঠান ডেভিড উইলিয়ামস । শটের জোর এতটাই ছিল যে বেঙ্গালুরু FC গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু নাগাল পাননি । এই জয় কলকাতাকে ফের পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিল ।

10 ম্যাচে 18 পয়েন্ট ঝুলিতে পুরে ফেলে আজ ATK একই সঙ্গে গত দুই বছরের শাপমোচন করল । পরিসংখ্যান বলছে স্টিভ কাপল, টেরি শেরিংহাম, আসলে ওয়েস্টউডের জমানায় চার ম্যাচে BFC-র বিরুদ্ধে জয় পায়নি কলকাতা । গোল করেছিল মাত্র একটি । ফলে চাকা ঘোরানোর একটা বাড়তি তাগিদ ছিল হাবাসের । বড়দিনে ISL-এ বড় ম্যাচ ছিল দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের দ্বৈরথ । আর সেখানে জয়ী হাবাস । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ATK কোচ বলেছেন বড়দিনে তিনি কোনওদিন খেলেননি । দলের প্রতিটি সদস্য সান্তাক্লজ় । কোচের মুখে দলগত সংহতির কথা । যা এবারের ISL-এ ATK-র ওয়ান লাইনার ।

সুনীল ছেত্রী, উদান্ত সিংদের রুখতে হাবাস মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারকে একটু নিচ থেকে ব্যবহার করলেন । ফলে পায়ের জঙ্গলে দিগভ্রষ্ট সুনীল ছেত্রী উদান্তরা । 18 হাজারের বেশি দর্শক বড়দিনের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন । দুই স্প্যানিশ কোচের ফুটবল দ্বৈরথ এবং দুই দলের গতির লড়াই উপভোগ করলেন তারা । হাবাস যখন দাবি করেন, সেরা দলের বিরুদ্ধে সেরা ম্যাচ খেললেন অত্যুক্তি মনে হয় না ।

ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখলেন লাল সাদা শিবিরের হেডস্যার । ফিরে পেলেন একনম্বর স্থান । ছেলেদের মরিয়া লড়াই তাকে ISL-এর মধ্যবর্তী পর্যায়ে স্বপ্ন দেখাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details