পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan vs Mumbai City FC: মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াইয়ে এটিকে মোহনবাগান - ATK Mohun Bagan vs Mumbai City FC

বৃহস্পতিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জিতে আগের ম্যাচের হারের বদলা নিতে চাই এটিকে মোহনবাগন (ATK Mohun Bagan vs Mumbai City FC)। একইসঙ্গে প্রথম চারে জায়গা ধরে রাখায় এখন লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোর। সেই লক্ষ্যেই পরবর্তী ম্যাচে মাঠে নামছে তারা।

ATK Mohun Bagan vs  Mumbai City FC
ATK Mohun Bagan vs Mumbai City FC

By

Published : Feb 2, 2022, 10:05 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: ডার্বির দুরন্ত জয় থেকে আত্মতুষ্ট হতে নারাজ। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মধুর বদলা নিতে নতুনভাবে শুরু করার কথা বলছেন জুয়ান ফেরান্দো। বৃহস্পতিবার ফিরতি ম্যাচে গতবছরের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামবেন হুগো বুমোস, প্রীতম কোটালরা। ডার্বিতে জয়ের পরে আইএসএলে প্রথম চারে ফের ঢুকে পড়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Mumbai City FC)। প্রথম চারে জায়গা শক্তপোক্ত করতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সফল হওয়া জরুরি। কারণ, সাতটি দল প্রথম চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছে।

জুয়ান ফেরান্দো বলছেন, "শুধু মুম্বই সিটি ম্যাচটি নয়, আগামী 9টি ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।" সেখান থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তোলাই পাখির চোখ সবুজ-মেরুন শিবিরের। আইএসএলে প্রথম সাক্ষাতে মুম্বই সিটি এফসি দুমড়ে দিয়েছিল এটিকে মোহনবাগানকে। ফলে, ফিরতি লড়াইয়ে পাল্টা দেওয়ার একটা তাগিদ সবুজ-মেরুনের রয়েছেই। ফেরান্দো বলেন, "প্রথম সাক্ষাতে কী হয়েছিল তা নিয়ে ভাবছি না। কারণ, আমরা বর্তমানের উপর দাড়িয়ে ভবিষ্যৎ গড়তে চাই।" তাই ডার্বির লড়াই থেকে অনুপ্রাণিত হলেও আত্মতুষ্ট হতে চান না।

আরও পড়ুন: ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির

প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি বর্তমান পারফরম্যান্সের বিচারে এটিকে মোহনবাগানের থেকে পিছিয়ে। কারণ, হুগো বুমোসরা গত সাতটি ম্যাচে অপরাজিত। অন্যদিকে, মুম্বই এফসির পারফরম্যান্সের অবস্থা টলমল। তবে প্রতিপক্ষ সম্বন্ধে সমীহের সুর ফেরান্দোর গলায়। বলছেন, "মুম্বই সিটি এফসি দলটি শক্তিশালী। প্রতিটি বিভাগে ভালমানের ফুটবলার রয়েছে।" তাই আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে মুম্বইকে আটকানোর ছক কষছেন জুয়ান ফেরান্দো। রয় কৃষ্ণের চোট এখনও সারেনি। ফলে, তিনি একাদশের বদলে ডাগ-আউটে থাকবেন। একইভাবে ডার্বিতে হ্যাটট্রিক করে নায়ক হওয়া কিয়ান নাসিরিকেও পরিবর্ত হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিয়েছেন। ডেভিড উইলিয়ামস থেকে মনবীর সিং সকলের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করানোর বদলে পাশে থাকার কথা বলছেন সবুজ-মেরুন হেডস্যার। কোয়ারেন্টাইন পর্বের মানসিক চাপ সামলে পারফরম্যান্স কঠিন চ্যালেঞ্জ মানছেন। তবে, তা অজুহাত না করে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে চাকা ঘোরাতে চান জুয়ান ফেরান্দো এবং এটিকে মোহনবাগান।

ABOUT THE AUTHOR

...view details