কলকাতা, 2 ফেব্রুয়ারি: ডার্বির দুরন্ত জয় থেকে আত্মতুষ্ট হতে নারাজ। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মধুর বদলা নিতে নতুনভাবে শুরু করার কথা বলছেন জুয়ান ফেরান্দো। বৃহস্পতিবার ফিরতি ম্যাচে গতবছরের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামবেন হুগো বুমোস, প্রীতম কোটালরা। ডার্বিতে জয়ের পরে আইএসএলে প্রথম চারে ফের ঢুকে পড়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Mumbai City FC)। প্রথম চারে জায়গা শক্তপোক্ত করতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সফল হওয়া জরুরি। কারণ, সাতটি দল প্রথম চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছে।
জুয়ান ফেরান্দো বলছেন, "শুধু মুম্বই সিটি ম্যাচটি নয়, আগামী 9টি ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।" সেখান থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তোলাই পাখির চোখ সবুজ-মেরুন শিবিরের। আইএসএলে প্রথম সাক্ষাতে মুম্বই সিটি এফসি দুমড়ে দিয়েছিল এটিকে মোহনবাগানকে। ফলে, ফিরতি লড়াইয়ে পাল্টা দেওয়ার একটা তাগিদ সবুজ-মেরুনের রয়েছেই। ফেরান্দো বলেন, "প্রথম সাক্ষাতে কী হয়েছিল তা নিয়ে ভাবছি না। কারণ, আমরা বর্তমানের উপর দাড়িয়ে ভবিষ্যৎ গড়তে চাই।" তাই ডার্বির লড়াই থেকে অনুপ্রাণিত হলেও আত্মতুষ্ট হতে চান না।