পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সন্দেশ ঝিঙ্গান অনিশ্চিত, নতুন করে ছক সাজাচ্ছেন হাবাস

প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড চলতি আইএসএলে অনেকটা চমকে দিয়ে উঠে এসেছে । কোচ বদলের ধাক্কা সামলে দলকে নতুনভাবে গড়ে তুলেছেন খালিদ জামিল । ভারতীয় কোচের ফুটবল বুদ্ধির সামনে তথাকথিত বিদেশি কোচেরা ধরাশায়ী ।

atkmb
atkmb

By

Published : Mar 5, 2021, 6:34 PM IST

কলকাতা, 3 মার্চ : আইএসএল-এর দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে এটিকে মোহনবাগানের পক্ষে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া সম্ভব হল না । প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার 24 ঘণ্টা আগেও সরকারি সাংবাদিক সম্মেলনে কোচ আন্তেনিও লোপেজ হাবাস বলেন,"সন্দেশ ঝিঙ্গান দলের গুরুত্বপূর্ণ ফুটবলার । তাঁর মতো বাকিরাও গুরুত্বপূর্ণ । এই অবস্থায় একান্তই যদি সন্দেশ ঝিঙ্গান না পারে তাহলে দলের অন্য ফুটবলাররা তাঁর শূন্যস্থান পূরণ করবেন । দলে ভাল ফুটবলারের অভাব নেই । সকলেই ভাল ফুটলার ।"

চলতি আইএসএলে লিগ পর্যায়ে এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি দুই দল চল্লিশ পয়েন্ট নিয়ে শেষ করেছিল । কিন্তু পারস্পরিক প্রতিদ্বন্দ্বীতায় সের্গেই লোবেরার দল টেক্কা দেওয়ায় দ্বিতীয় স্থানে সবুজ মেরুন । তবে প্লে অফে খেলতে নামার আগে হাবাস এই সব নিয়ে চিন্তা করতে রাজি নন । বরং নতুন ভাবে সামনে তাকাতে চান তিনি । লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচে পয়েন্ট খোয়াতে হয়েছে । যদিও স্প্যানিশ হেডস্যার বলছেন তাঁর আগে তারা টানা পাচটি ম্যাচ জিতে ছিলেন । তা সত্ত্বেও শেষ দুই ম্যাচে রক্ষণভাগের দৈন্যদশা তাঁর ভ্রুকুটি বাড়াতে পারে । আর এই ভ্রুকুটি বাড়িয়েছে সন্দেশের চোট সমস্যা ।

প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড চলতি আইএসএলে অনেকটা চমকে দিয়ে উঠে এসেছে । কোচ বদলের ধাক্কা সামলে দলকে নতুনভাবে গড়ে তুলেছেন খালিদ জামিল । ভারতীয় কোচের ফুটবল বুদ্ধির সামনে তথাকথিত বিদেশি কোচেরা ধরাশায়ী । "নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট শক্তিশালী । একাধিক ভাল ফুটবলার থাকায় দলের ভারসাম্য রয়েছে । আমাদের দলেও ভাল ফুটবলাররা রয়েছে । তাই জিততে হলে আমাদের একশো শতাংশের বেশি উজার করে দিতে হবে" প্রতিপক্ষ সম্বন্ধে বিশ্লেষণ হাবাসের ।

আরও পড়ুন : আইএফএ-র বার্ষিক সভায় আসতে চলেছে নতুন নিয়ম

লিগ পর্যায়ে দুই দলের দ্বৈরথের প‍রিসংখ্যান 1-1 । সেই কথা মাথায় রেখেই নতুনভাবে দল সাজাচ্ছে সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্ক । আক্রমণে রয় কৃষ্ণ ছন্দে থাকলেও বাকিরা তাঁকে সাহায্য সেভাবে করতে ব্যর্থ । ডেভিড উইলিয়ামস,মার্সেলিনহোর, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, মনবীর সিংরা ভাল খেললেও প্রতিপক্ষের ফাদে ধরা পড়ে যাচ্ছেন । আর তাতে এটিকে মোহনবাগানের জয়ের দৌড়ে রাশ পড়াতে সুবিধা হচ্ছে প্রতিপক্ষ কোচের । তাই আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে জয়ের অঙ্ক সাজাচ্ছেন হাবাস ।
জৈব বলয়ের কঠিন ঘেরাটোপ ছেড়ে পরিবারের কাছে ফুটলারদের ফেরার মেয়াদ আর মাত্র দশ দিন বাকি । যা তখনই মধুর হবে যদি ফের চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয় । আর এই লক্ষ্য ঝুলিয়ে দিয়ে দলকে তাতাচ্ছেন স্প্যানিশ চাণক্য ।

ABOUT THE AUTHOR

...view details