পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফেডারেশনের কাছে আর্থিক সাহায্যের আর্জি আরা এফসির - FOOTBALL IN INDIA

আপাতত ডিসেম্বরে আই লিগ শুরু করার চিন্তাভাবনা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের । তার আগে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হতে পারে । আরা এফসি ইতিমধ্যে ফেডারেশনের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছে ।

ARA
ARA

By

Published : Aug 5, 2020, 8:40 PM IST

আহমেদাবাদ, 5 অগাস্ট : কোরোনা সংক্রমণকে সঙ্গী করেই মাঠে বল গড়ানোর সলতে পাকানোর কাজ শুরু হয়েছে । দিনক্ষণ ঘোষণা না হলেও তা নিয়ে চিন্তাভাবনা চলছে । ইতিমধ্যে ISL-কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আই লিগের প্রথম এবং দ্বিতীয় ডিভিশন কীভাবে করা হবে তা নিয়ে কর্তারা প্রাথমিকভাবে কথাবার্তা বলছেন।

কোরোনা সংক্রমণের জন্য 2019-20 মরশুমে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল আই লিগের সব ডিভিশনের খেলা । আই লিগের দ্বিতীয় ডিভিশনে 17টি দল অংশ নেবে । 2019-20 মরশুমে গ্রুপ সি থেকে সাত ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল আরা এফসি । কিন্তু ফেডারেশন লিগ বাতিল করায় ফের এবছর নতুনভাবে শুরু করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে । আর তা করতে গিয়েই বিপুল ক্ষতির সামনে দ্বিতীয় ডিভিশন ক্লাবগুলো ।

আরা এফসির কর্ণধার বিক্রম প্যাটেল দল চালাতে গিয়ে বিপুল খরচ নিয়ে চিন্তায় । তিনি বলেন,"আই লিগ বাতিল হওয়ায় আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। সবকিছু বিফলে গেছে। ডিসেম্বর থেকে প্র্যাকটিস শুরু করে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে টুর্নামেন্ট । কিন্তু ফুটবলারদের চুক্তিমতো বেতন, অনুশীলনের খরচ এবং অন্যান্য খরচ আমাদের দিতে হয়েছে । যা আমাদের মতো দলের কাছে সত্যিই বহন করা কঠিন। "

বিপুল খরচের বোঝা মাথায় নিয়েই আরা এফসি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আই লিগের দ্বিতীয় ডিভিশন খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে । কারণ দলটি বিশ্বাস করে তাদের আই লিগের প্রথম ডিভিশনে জায়গা করে নেওয়ার ক্ষমতা রয়েছে । সৈয়দ শোয়েব আহমেদ এবং ডিয়ে হামিদাওয়ের মত ফুটবলার দলে রয়েছেন।

আসন্ন মরশুমে দল নিয়ে ভাবনা চিন্তার কথা জানিয়েছেন আরা এফসি কর্ণধার । বলেন, "আমরা ফুটবলারদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি । পুরোনোদের রাখার পাশাপাশি বেশ কয়েকজন নতুন ফুটবলার নেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি মাসেই আমাদের অনুশীলন শুরু করার কথা। আই লিগের প্রথম ডিভিশনে উন্নীত হলে কয়েকটি ম্যাচে একই দল রাখতে হবে । জানুয়ারির আগে নতুন ফুটবলার নেওয়ার সুযোগ পাব না।"

আপাতত ডিসেম্বরে আই লিগ শুরু করার চিন্তা ভাবনা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের । তার আগে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হতে পারে । আরা এফসি ইতিমধ্যে ফেডারেশনের কাছে আবেদন করেছে আর্থিক সাহায্যের জন্য। ফেডারেশন অংশগ্রহণকারী ক্লাবের যাতায়াত এবং হোটেলে থাকার খরচ বহন করে । কিন্তু এবার কোভিড-19 টেস্টের বিপুল খরচ ক্লাবগুলোকে বহন করতে হবে । তার জন্য যদি ফেডারেশন সাহায্যের হাত বাড়ায় তাহলে সুবিধা হবে বলে জানিয়েছেন বিক্রম প্যাটেল।

ইতিমধ্যে ফুটবলারদের স্বাস্থ্যবিধি মেনে আহমেদাবাদে আসতে বলা হবে বলে ঠিক করা হয়েছে। সেই ভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা বন্ধ হওয়ার সময় আরা এফসি শীর্ষে ছিল । এবছর ফের একই ছন্দে শুরু করতে চায়‌ তারা ।

ABOUT THE AUTHOR

...view details