কলকাতা, 8 ফেব্রুয়ারি : হারিয়ে যাওয়া পুরানো দাপট ফিরে পেতেই ফের প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালাতে তৈরি এটিকে মোহনবাগান । মঙ্গলবার আন্তেনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । পরপর দুটো ম্যাচে দাপুটে জয় রয় কৃষ্ণদের সাজঘরে ফের আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইয়ে দিয়েছে । তাই দুদিনের মধ্যে ফের ম্যাচ খেলতে নামতে হওয়া নিয়ে অজুহাত নয়, বরং সেরাটা নিংড়ে দেওয়ার বিশ্বাস । ওড়িশার বিরুদ্ধে 4-1গোলে জিতলেও তা নিয়ে বাড়তি আলোচনা নেই । বরং ভালো জয় পাওয়ার স্মৃতি নিয়ে বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতি সবুজ মেরুনে । "আমরা প্রতিযোগিতায় একটি করে ম্যাচ ধরে এগোতে চাই।তাই আমাদের ভাবনায় এখন শুধুই বেঙ্গালুরু এফসি।" বলছেন হাবাস ।
শেষ তিন ম্যাচে তিন গোল হজম করে সাত গোল করেছেন রয় কৃষ্ণ, মনবীররা । দলের আত্মবিশ্বাসী ফুটবলে আস্থা রেখে স্প্যানিশ কোচ বলছেন, "দলের খেলায় ভারসাম্য গড়ে ওঠাতে সাফল্য। ডিফেন্সের পাশাপাশি এখন আক্রমণে উন্নতি হয়েছে । যা প্রয়োজনীয় ।"
লেনি রডরিগেজকে দলে পাওয়ার তৃপ্তি রয়েছে । পাশাপাশি এডু গার্সিয়ার চোট না সেরে ওঠার দুশ্চিন্তাও রয়েছে ।