পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুনীল ছেত্রীকে সমীহ, জয়ের হ্যাটট্রিকে চোখ হাবাসের - জয়ের হ্যাটট্রিক

শেষ তিন ম্যাচে তিন গোল হজম করে সাত গোল করেছেন রয় কৃষ্ণ, মনবীররা। দলের আত্মবিশ্বাসী ফুটবলে আস্থা রেখে স্প্যানিশ কোচ বলছেন, "দলের খেলায় ভারসাম্য গড়ে ওঠাতে সাফল্য। ডিফেন্সের পাশাপাশি এখন আক্রমণে উন্নতি হয়েছে।যা প্রয়োজনীয়।"

antonio lopez habas looking for winning hattrick of atk muhanbagan
সুনীল ছেত্রীকে সমীহ, জয়ের হ্যাটট্রিকে চোখ হাবাসের

By

Published : Feb 8, 2021, 5:27 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : হারিয়ে যাওয়া পুরানো দাপট ফিরে পেতেই ফের প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালাতে তৈরি এটিকে মোহনবাগান । মঙ্গলবার আন্তেনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । পরপর দুটো ম্যাচে দাপুটে জয় রয় কৃষ্ণদের সাজঘরে ফের আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইয়ে দিয়েছে । তাই দুদিনের মধ্যে ফের ম্যাচ খেলতে নামতে হওয়া নিয়ে অজুহাত নয়, বরং সেরাটা নিংড়ে দেওয়ার বিশ্বাস । ওড়িশার বিরুদ্ধে 4-1গোলে জিতলেও তা নিয়ে বাড়তি আলোচনা নেই । বরং ভালো জয় পাওয়ার স্মৃতি নিয়ে বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতি সবুজ মেরুনে । "আমরা প্রতিযোগিতায় একটি করে ম্যাচ ধরে এগোতে চাই।তাই আমাদের ভাবনায় এখন শুধুই বেঙ্গালুরু এফসি।" বলছেন হাবাস ।


শেষ তিন ম্যাচে তিন গোল হজম করে সাত গোল করেছেন রয় কৃষ্ণ, মনবীররা । দলের আত্মবিশ্বাসী ফুটবলে আস্থা রেখে স্প্যানিশ কোচ বলছেন, "দলের খেলায় ভারসাম্য গড়ে ওঠাতে সাফল্য। ডিফেন্সের পাশাপাশি এখন আক্রমণে উন্নতি হয়েছে । যা প্রয়োজনীয় ।"


লেনি রডরিগেজকে দলে পাওয়ার তৃপ্তি রয়েছে । পাশাপাশি এডু গার্সিয়ার চোট না সেরে ওঠার দুশ্চিন্তাও রয়েছে ।


প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি চলতি আইএসএলে ছন্দে নেই । তবুও নৌশাদ মুসার দল নিয়ে সমীহের সুর এটিকে মোহনবাগানে । কোনও রাখঢাক না করে হাবাস বলছেন, "সুনীল ছেত্রী ভারতের সেরা ফুটবলার নিসন্দেহে । তার জন্য আলাদা ছক অবশ্যই রয়েছে । দল বেঙ্গালুরু সমস্যায় থাকলেও ফুটবলার সুনীল ছেত্রী সবসময় ভয়ংকর ।"


মার্সেলিনহো আসায় ডেভিড উইলিয়ামস পরিবর্ত হিসেবে নামছেন । অথচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাঁর সাফল্য একশো শতাংশ । বিষয়টি মনে করালেও ডেভিড উইলিয়ামস প্রথম একাদশে থাকবেন কি না তা খোলসা করেননি হাবাস । তবে আঠারো জনের দলে রাখার কথা জানিয়েছেন ।

পয়েন্ট টেবিলে তিরিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে এটিকে মোহনবাগান । নিজের দলের লক্ষ্য নিয়ে কোনও টার্গেট বোর্ড সাজঘরে টাঙিয়ে দেননি হাবাস । ধাপে ধাপে লক্ষ্য পূরণের গল্প শুনিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details