পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লা লিগার বাকি মরশুমে হয়ত দেখা যাবে না গ্রিজম্যান ও মার্সেলোকে

রবিবার বার্সেলানায় গ্রিজম্যানের চোটের পরীক্ষা করা হয় ৷ সেখানে দেখা যায় গ্রিজম্যানের ডান থাইয়ে চোট পেয়েছেন ৷ তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি কতদিন গ্রিজম্যানকে দলে বাইরে থাকতে হবে ৷ কিন্তু তারা আশঙ্কা করছেন পরবর্তী দুই ম্যাচে পাওয়া যাবে না ফ্রান্স তারকাকে ৷

image
Antoine Griezmann and Marcelo

By

Published : Jul 12, 2020, 10:11 PM IST

বার্সেলোনা, 12 জুলাই : চোটের কবলে বার্সেলোনা তারকা আন্তেনিও গ্রিজম্যান ৷ লা লিগার বাকি ম্যাচে হয়ত তার সার্ভিস পাবে না বার্সা ৷ বাকি সিজ়নে হয়ত মাঠে নামতে পারবেন না রিয়াল মাদ্রিদের সাইড ব্যাক মার্সেলোও ৷ শনিবার রিয়াল ভালাদোলেদের বিরুদ্ধে খেলার সময় চোট পান গ্রিজম্যান ৷

রবিবার বার্সেলানায় গ্রিজম্যানের চোটের পরীক্ষা করা হয় ৷ সেখানে দেখা যায় গ্রিজম্যানের ডান থাইয়ে চোট পেয়েছেন ৷ তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি কতদিন গ্রিজম্যানকে দলে বাইরে থাকতে হবে ৷ কিন্তু তারা আশঙ্কা করছেন পরবর্তী দুই ম্যাচে পাওয়া যাবে না ফ্রান্স তারকাকে ৷ এটাও অস্পষ্ট, যে অগাস্টে নেপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়ন লিগে গ্রিজম্যানকে পাওয়া যাবে কি না ৷

বর্তমানে স্প্যানিশ লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এক পয়েন্ট দূরে আছে ৷ ভালাদোলেদের বিরুদ্ধে 1-0 গোলে ম্যাচ জেতে বার্সেলোনা ৷ বিরতির পর গ্রিজম্যানকে বদলি করতে বাধ্য হয় কিকে সেতিয়ান ৷

অন্যদিকে বাঁ-পায়ে চোট পান মার্সেলো ৷ তাই তাঁর চোট নিয়ে ঝুঁকি নিতে চান না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ৷ চলতি মরশুমে লেগানেসের বিরুদ্ধে 19 জুলাই নিজেদের লা-লিগার শেষ ম্যাচ খেলতে চলেছে রিয়াল মাদ্রিদ ৷ তবে ব্রাজিলিয়ন স্টপার আশা করছেন শেষ 16-পর ম্যাচে মাঠে নামতে পারবেন ৷

শুক্রবারই মার্সেলোর স্ক্যানের রিপোর্ট পৌঁছায় ক্লাব কর্তৃপক্ষের কাছে । অ্যাথলেটিকো বিলবাও ম্যাচে পুরো 90 মিনিট মাঠে থাকেন মার্সেলো ৷ তারপরই তড়িঘড়ি চোটে স্ক্যান করানোর জন্য ব্রাজিলিয়ান লেফট-ব্যাককে পাঠানো হয়ে ক্লাবের মেডিকেল সেন্টারে । রিপোর্টে তাঁর বাঁ-পায়ের অ্যাডাক্টর মাসেলে সমস্যা ধরা পড়েছে ৷ কয়েক ম্যাচ ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই বার্সাকে পিছনে ফেলে খেতাব জয় করবে রিয়াল মাদ্রিদ ৷ বার্সা ও রিয়ালের খেতাবের জন্য ইঁদুর দৌড়ের লাস্ট ল্যাপে দুই দলের দুই তারকা ফুটবলারের সার্ভিস পাবে না কিকে সেতিয়ান ও জিনেদিন দিজান ৷

ABOUT THE AUTHOR

...view details