পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মন ছুঁয়েছে সমর্থকদের আবেগ, আই লিগ হাতছাড়ার আক্ষেপ যাচ্ছে না আলেয়ান্দ্রোর

দ্বিতীয় হওয়ার আক্ষেপ। তবে ফিরেও সমর্থকদের বিপুল অভ্যর্থনা পেল দল। এই পরিবেশ দেখে মুগ্ধ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া। সুপার কাপের প্রস্তুতি শুরু করার আগে ফুটবলারদের দশদিনের বিশ্রাম দিয়েছেন কোচ। তবে আই লিগ হাতছাড়া হওয়ার আক্ষেপ কিছুটা হলেও ক্ষত তৈরি করেছে লাল হলুদ কোচের বুকে।

আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া

By

Published : Mar 11, 2019, 6:02 PM IST

Updated : Mar 11, 2019, 6:49 PM IST

কলকাতা, ১১ মার্চ : দ্বিতীয় হওয়ার আক্ষেপ। তবে ফিরেও সমর্থকদের বিপুল অভ্যর্থনা পেল দল। এই পরিবেশ দেখে মুগ্ধ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া। সুপার কাপের প্রস্তুতি শুরু করার আগে ফুটবলারদের দশদিনের বিশ্রাম দিয়েছেন কোচ। তবে আই লিগ হাতছাড়া হওয়ার আক্ষেপ কিছুটা হলেও ক্ষত তৈরি করেছে লাল হলুদ কোচের বুকে।

আই লিগের আগে দলের দায়িত্ব নিয়েছিলেন। ডাগ আউটে বসে দলের রোগ ধরে সঠিক দাওয়াইয়ের ব্যবস্থা করেছেন। খেতাব জিততে না পারলেও তিনি হৃদয় জিতেছেন। "আমার দল এখনও পর্যন্ত প্রত্যাশিত মানের আশি শতাংশ ফুটবল খেলেছে। আগামী দিনে আরও ভালো ফুটবল খেলা ও সাফল্য আনাই একমাত্র লক্ষ্য। আই লিগে দুই থেকে তিনটে ম্যাচ জিততে পারলে ছবিটা বদলে যেত।" এভাবেই নতুন মরশুমের বল গড়ানোর অনেক আগেই দলকে চাঙ্গা করলেন লাল হলুদ কোচ। সুপার কাপ ঘরে তোলার চাহিদার পারদ চড়তে শুরু করেছে। সমর্থকদের মন বুঝতে পেরে দল প্রস্তুতির নীল নকশাও তৈরি করতে শুরু করেছেন কোচ। তিনি বলেন, "আগামী দশ দিন দল ছুটিতে থাকবে। আমি পরিবারের কাছে ফিরে যাব। ফুটবলারদের বলেছি ছুটিতে থাকলেও ফুটবল থেকে দূরে না থাকতে।" এভাবেই অনুশাসনের বেড়ি পড়িয়ে ছুটি দিয়েছেন মোরিনহোর প্রাক্তন সহকারি।

আই লিগ মানেই দীর্ঘ ফুটবল যুদ্ধ। তবে সুপার কাপ ভিন্ন মেজাজের রগরগানি। ভুবনেশ্বরের প্রচণ্ড দাবদাহে নব্বই মিনিটে সেরাটা ছিনিয়ে আনার চ্যালেঞ্জ। এজন্য কোনও অজুহাত খুঁজছেন না। বরং মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি শুরু করেছেন। আলেয়ান্দ্রো বলছেন, "সুপার কাপ আমাদের প্রচণ্ড গরমে খেলতে হবে। তা নিয়ে অভিযোগ করতে চাই না। যারা ওখানে খেলবে তারা একই সমস্যার সম্মুখীন হবে। তাই যেটা আমার হাতে নেই তা নিয়ে চিন্তা করে লাভ নেই। সবাই খেলতে পারলে আমাদেরও মানিয়ে নিতে হবে।"

শাস্তির কারণে জোবি জাস্টিন নেই। এনরিকে এস্কুয়েদার ওপর বিরক্ত হয়ে তাঁকে সুপার কাপে না নেওয়ার কথা ইতিমধ্যেই লাল হলুদ কোচ জানিয়েছেন। অনেকেই বলছেন দলে পরিবর্তন নিশ্চিত। আলেয়ান্দ্রো বলছেন একটা বদল হবে। তবে সেটা কে বা কী হতে পারে তা নিয়ে সরাসরি মুখ খোলেননি।

দলকে নিজের নিয়মে চালাতে চাওয়া স্প্যানিশ মানুষটি এশহরের ফুটবল প্রেমে বিস্মিত। সমর্থকদের আবেগ তাঁকে ছুঁয়ে গেছে। দেশে ফেরার বিমান ধরবেন আগামীকাল মধ্যরাতে। সকালে ফুটবলারদের হালকা অনুশীলন করিয়ে ছুটি দিয়েছেন। ফুটবলারদের সঙ্গে ওয়ান টাচ ফুটবল খেলতেও দেখা গেছে। বিদ্যাসাগর সিং-এর জন্মদিন ঘিরে কেক কাটা এবং খুনসুটি উপভোগ করলেন। নিজের লাল হলুদ সংসারের সুখী ছবি যেমন উপভোগ করলেন তেমনই সমস্যা উপড়ে ফেলতেও নির্দয় হলেন। যা আগামীদিনে লাল হলুদ সাজঘরের রিংটোন বলা যেতে পারে।

Last Updated : Mar 11, 2019, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details