পারথ, 27 অক্টোবর: অঘটনের টি-20 বিশ্বকাপে (T20 WC) নয়া সংযোজন পাকিস্তান-জিম্বাবোয়ে ম্যাচ ৷ পারথে রুদ্ধশ্বাস ম্যাচে বাবর আজমের (Babar Azam) দলকে 1 রানে হারাল জিম্বাবোয়ে (Zimbabwe beat Pakistan by 1 run in T20 WC) ৷ ভারতের পর জিম্বাবোয়ের কাছে লাস্ট বল থ্রিলারে হেরে সেমিফাইনালের রাস্তা দুর্গম হল পাকিস্তানের ৷ 130 রান তাড়া করতে নেমে শেষ ওভারে এদিন পাকিস্তানের দরকার ছিল 11 রান ৷ কিন্তু সেই রান ডিফেন্ড করে জিম্বাবোয়ের জয়ের নায়ক ব্র্যাড ইভান্স ৷
তবে কেবল ইভান্স নন, বল হাতে এদিন ক্রেগ এরভিন নেতৃত্বাধীন দলের আরেক নায়ক সিকন্দর রাজা ৷ ইভান্সের পাশাপাশি তিন উইকেট রাজার ঝুলিতেও ৷ পারথে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া জিম্বাবোয়ে ব্য়াট হাতে যদিও বিশেষ সুবিধা করতে পারেনি ৷ মহম্মদ ওয়াসিম, শাদাব খানদের আঁটোসাটো বোলিংয়ের সামনে 8 উইকেটে 130 রান তোলে কোয়ালিফায়ার খেলে মূলপর্বের যোগ্যতা অর্জন করা দলটি ৷ জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক 31 রান করেন সেন উইলিয়ামস ৷