মুম্বই, 15 মে : আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়াটা বড় ধাক্কার ৷ তাই ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ জুনে সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট চ্য়াম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ৷ তার আগে বাড়িতেই তিন তিনবার করোনা পরীক্ষা করা হবে বিরাট কোহলিদের ৷ তারপরই মুম্বইয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরো স্কোয়াড একত্রিত হবে ৷
হাতে সময় থাকতেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের রোডম্যাপ তৈরি করে ফেলেছে বিসিসিআই ৷ করোনা সংক্রমণ নিয়ে বোর্ড এবার অতিরিক্ত সচেতন ৷ 19 মে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের পুরো স্কোয়াড একত্রিত হবে ৷ মুম্বই আসার আগে বাড়িতেই ক্রিকেটারদের তিনবার আরটিপিসিআর পরীক্ষা করা হবে ৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই মুম্বইয়ে যেতে পারবেন ক্রিকেটাররা ৷ ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াডের অধিকাংশ সদস্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৷