সাউদাম্পটন, 21 জুন : কী হওয়ার কথা ছিল আর কী হচ্ছে ! কথা ছিল ব্যাটে রানের ফুলঝুরি ছোটানোর ৷ পেসারদের ভেলকি দেখানোর ৷ কিন্তু ম্যাচ স্কোরের পরিবর্তে এখন বৃষ্টির পরিমাপ গুনতে হচ্ছে ৷ ভেস্তে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা ৷ প্রবল বৃষ্টি ও ভিজে মাঠের জন্য নামতেই পারলেন না ভারত ও নিউজ়িল্যান্ডের খেলোয়াড়রা ৷ বৃষ্টির চোটে লাঞ্চের পরও শুরু করা যায়নি খেলা ৷ অতএব চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ অফিসিয়ালরা ৷ আইসিসি ও বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে ৷
গতকাল রাত থেকে সাউদাম্পটনে বৃষ্টি চলছিল ৷ সকাল হতেই দেখা যায় ঢেকে রাখা হয়েছে পিচ ৷ আবহাওয়ার গতিপ্রকৃতি বলে দিচ্ছিল লক্ষণ ভালো নয় ৷ অবশেষে আশঙ্কা সত্যি প্রমাণিত হল ৷ নির্ধারিত সময় পরও বৃষ্টি না থামায় প্রথম সেশনের খেলা বাতিল হয় ৷ আশা করা হচ্ছিল লাঞ্চের পর শুরু হতে পারে খেলা ৷ লাঞ্চের পর বৃষ্টি হালকা হলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি ৷ অনেকক্ষণ অপেক্ষার পর শেষমেশ চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷