পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wriddhiman Saha : চ্যাম্পিয়নের আলোয় প্রতিবাদের আরেক নাম ঋদ্ধিমান

জাতীয় দলে ব্রাত্য হয়ে ঋদ্ধিমান সাহা পঞ্চদশ আইপিএলকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। দলের জয়ে অন্যতম কারিগর হিসেবে অবদান রাখতে যিনি সফল হয়েছেন (Wriddhiman Saha the forgotten hero behind Gujrat Titans success on maiden appearance) ৷

Wriddhiman Saha
চ্যাম্পিয়নের আলোয় প্রতিবাদের আরেক নাম ঋদ্ধিমান

By

Published : May 30, 2022, 6:31 PM IST

কলকাতা, 30 মে : আইপিএল আত্মপ্রকাশে বাজিমাত গুজরাত টাইটান্সের ৷ যার পরতে পরতে জড়িয়ে রূপকথার মত একাধিক প্রত্যাবর্তনের কাহিনি ৷ টাইটান্স ম্যানেজমেন্ট এমন একটা সময় হার্দিক পান্ডিয়ার হাতে দলের দায়িত্ব সঁপে দিয়েছিল, যখন 2022 আইপিএলকে কেরিয়ারে ফিরে আসার মঞ্চ হিসেবে দেখছেন দেশের ইউটিলিটি অলরাউন্ডার ৷ তালিকা দীর্ঘ করেছেন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ৷ জাতীয় দলে ব্রাত্য হয়ে যিনি এই আইপিএলকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন । দলের জয়ে অন্যতম কারিগর হিসেবে অবদান রাখতে যিনি সক্ষমও হয়েছেন (Wriddhiman Saha the forgotten hero behind Gujrat Titans success on maiden appearance) ৷

2022 আইপিএলের আগে জাতীয় দল থেকে বাদ পড়া, সেই বাদ পড়া নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ৷ পরে বাংলার হয়েও না-খেলার সিদ্ধান্ত নিলে পাপালির দায়বদ্ধতা নিয়েও জোরাল প্রশ্ন উঠেছিল ৷ আইপিএলের মেগা নিলামেও প্রথমে দল পাননি বাংলার এই স্টাম্পার-ব্যাটার ৷ সমস্তকিছুরই জবাব দেওয়ার মঞ্চ ছিল আইপিএল ৷ যেটা সুনিপুণ দক্ষতায় করলেন শিলিগুড়ির এই ক্রিকেটার। পঞ্চদশ আইপিএলে 11টি ম্যাচ খেলে ঋদ্ধিমানের সংগ্রহ 317 রান। একই দলে ছিলেন বাংলার আরেক ক্রিকেটার মহম্মদ শামি । যিনিও 16 ম্যাচে 20 উইকেট নিয়ে গুজরাতের ট্রফি জয়ের পিছনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ।

রবিবার আইপিএল চ‍্যাম্পিয়ন হওয়ার পর ঋদ্ধি বলেন, "এটা আমার পঞ্চম আইপিএল ফাইনাল । দ্বিতীয়বার আইপিএল জিতলাম, ভাল লাগছে । নিলামের পর অনেকে বলেছিল, আমাদের দল নাকি ভাল হয়নি । আমরা তাদের ভুল প্রমাণ করলাম ।" সতীর্থ মহম্মদ শামির প্রশংসাও করেন ঋদ্ধিমান । আইপিএলে শামির প্রথম বলটির প্রশংসা করে ঋদ্ধি বলেন, "টুর্নামেন্টে ওর প্রথম বলটা অসাধারণ ছিল ৷ সবাই কিছু না কিছু অবদান রেখেছে । এটা দলগতভাবে ভাল খেলার জন্যই সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন : অন্ধকার কাটিয়ে আইপিএল জন্ম দিল দৃঢ়চেতা ও সংযমী হার্দিকের

অপরদিকে মহম্মদ শামি বলেন, “প্রতিযোগিতার শুরুটা ভাল হওয়া প্রয়োজন ছিল ৷ ঋদ্ধির সঙ্গে আমার 20 বছরের সম্পর্ক ৷ ফলত আমরা একে অপরকে খুব ভালভাবে চিনি ৷ ভাল লাগছে এই জয় পেয়ে ৷" আইপিএল শেষ ৷ এবার জাতীয় দলের দায়িত্ব সামলাবেন শামি ৷ তবে লড়াই জারি ঋদ্ধির জন্য ৷ তার আগে আপাতত শুধুই পরিবারের সঙ্গে সময় কাটানো ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details