মুম্বই, 6 মার্চ: মহাসমারোহে শুরু হয়ে গিয়েছে উইমেন্স প্রিমিয়র লিগ 2023 (Women’s Premier League)। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবিলের (Points Table) দিকে । একইভাবে উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। WPL-এ এবার পাঁচটি দল খেলছে। প্রত্যেক দলই খেলে নিয়েছে একটি করে ম্যাচ ৷ একমাত্র গুজরাত জায়ান্টস এখনও পর্যন্ত দু'টি ম্যাচে খেলেছে। আর দু'বারই পরাজিত হয়েছে সবচেয়ে দামি দল গুজরাত জায়ান্টস।
গতকাল ইউপি ওয়ারিয়র্স ও গুজরাত জায়ান্টসের রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। লাস্ট ওভারের থ্রিলারে কার্যত গুজরাত জায়ান্টসের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। সৌজন্য হ্যারি গ্রেস, কিরণ নভগির ও সোফি এক্লিস্টোনের দুরন্ত ব্যাটিং। 1 বল বাকি থাকতে 3 উইকেটে ম্যাচ জিতে নেয় ইউপি। প্রত্যেক ম্যাচে জয়ী দল পায় 2 পয়েন্ট। পাঁচটি দলের মধ্য়ে গ্রুপের খেলার শেষে একেবারে শীর্ষে থাকা দল সরাসরি টুর্নামেন্টের ফাইনালে যোগ্য়তা অর্জন করবে।
এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে আরও একটি ম্যাচ হবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে। আজ সপ্তাহের প্রথম কাজের দিনে সামনাসামনি হচ্ছে হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স ও স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এখনও পর্যন্ত উইমেন্স প্রিমিয়র লিগে যে ক'টি ম্যাচ হয়েছে তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের 2 পয়েন্ট সংগ্রহ ৷ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এই দলও 2 পয়েন্ট সংগ্রহ করেছে ৷
আরও পড়ুন:শেফালি-ল্যানিংয়ের হাফসেঞ্চুরিতে 223 রান তুলল দিল্লি ক্যাপিটালস
উইমেন্স প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স। এই দলেরও পয়েন্ট 2 ৷ চতুর্থ স্থানে রয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে স্মৃতিরা 2 পয়েন্ট পান কি না সেদিকেই নজর থাকবে। WPL-এ এখনও পর্যন্ত দুটি ম্যাচে খেলেছে বেথ মুনির গুজরাত জায়ান্টস। দু'টিতেই ম্যাচেই হারের মুখ দেখেছে গুজরাত। ফলে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে তারা ৷