পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WPL 2023: টানা দ্বিতীয় হার গুজরাতের, দেখে নিন লিগ টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে - লিগ টেবিল

চলতি ডব্লিউপিএলের 5টি দলের সফর শুরু হয়ে গিয়েছে। একমাত্র গুজরাত জায়ান্টস এখনও পর্যন্ত দু'টি ম্যাচে খেলেছে। আর তাতে দু'বারই পরাজিত হয়েছে সবচেয়ে দামি দল গুজরাত জায়ান্টস। গতকাল নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ( DY Patil Sports Academy, Navi Mumbai) 1 বল বাকি থাকতে 3 উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্স ৷ জেনে নিন এখনও পর্যন্ত হওয়া ডব্লিউপিএলের ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল?

WPL 2023
লিগ টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে

By

Published : Mar 6, 2023, 11:19 AM IST

Updated : Mar 6, 2023, 2:04 PM IST

মুম্বই, 6 মার্চ: মহাসমারোহে শুরু হয়ে গিয়েছে উইমেন্স প্রিমিয়র লিগ 2023 (Women’s Premier League)। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবিলের (Points Table) দিকে । একইভাবে উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। WPL-এ এবার পাঁচটি দল খেলছে। প্রত্যেক দলই খেলে নিয়েছে একটি করে ম্যাচ ৷ একমাত্র গুজরাত জায়ান্টস এখনও পর্যন্ত দু'টি ম্যাচে খেলেছে। আর দু'বারই পরাজিত হয়েছে সবচেয়ে দামি দল গুজরাত জায়ান্টস।

গতকাল ইউপি ওয়ারিয়র্স ও গুজরাত জায়ান্টসের রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। লাস্ট ওভারের থ্রিলারে কার্যত গুজরাত জায়ান্টসের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। সৌজন্য হ্যারি গ্রেস, কিরণ নভগির ও সোফি এক্লিস্টোনের দুরন্ত ব্যাটিং। 1 বল বাকি থাকতে 3 উইকেটে ম্যাচ জিতে নেয় ইউপি। প্রত্যেক ম্যাচে জয়ী দল পায় 2 পয়েন্ট। পাঁচটি দলের মধ্য়ে গ্রুপের খেলার শেষে একেবারে শীর্ষে থাকা দল সরাসরি টুর্নামেন্টের ফাইনালে যোগ্য়তা অর্জন করবে।

এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে আরও একটি ম্যাচ হবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে। আজ সপ্তাহের প্রথম কাজের দিনে সামনাসামনি হচ্ছে হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স ও স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এখনও পর্যন্ত উইমেন্স প্রিমিয়র লিগে যে ক'টি ম্যাচ হয়েছে তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের 2 পয়েন্ট সংগ্রহ ৷ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এই দলও 2 পয়েন্ট সংগ্রহ করেছে ৷

আরও পড়ুন:শেফালি-ল্যানিংয়ের হাফসেঞ্চুরিতে 223 রান তুলল দিল্লি ক্যাপিটালস

উইমেন্স প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স। এই দলেরও পয়েন্ট 2 ৷ চতুর্থ স্থানে রয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে স্মৃতিরা 2 পয়েন্ট পান কি না সেদিকেই নজর থাকবে। WPL-এ এখনও পর্যন্ত দুটি ম্যাচে খেলেছে বেথ মুনির গুজরাত জায়ান্টস। দু'টিতেই ম্যাচেই হারের মুখ দেখেছে গুজরাত। ফলে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে তারা ৷

Last Updated : Mar 6, 2023, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details